তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে যাদের

তামিম ইকবাল ভিরাট কোহলি
Vinkmag ad

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানো একজন ব্যাটারের জন্য অনন্য এক কীর্তি। ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে এমন ক্রিকেটারের সংখ্যা এ পর্যন্ত ২১। এই এলিট লিস্টে ভারতের সর্বোচ্চ ৪ জন। তালিকায় একমাত্র বাংলাদেশি ব্যাটার তামিম ইকবাল।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ক্রিস গেইল। আর এই তালিকায় সর্বশেষ সংযোজন ভিরাট কোহলি। এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি করার পথে কোহলি গড়েন এই কীর্তি। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে তিন ফরম্যাটে সেঞ্চুরি করার বিরল এলিট লিস্টে নিজের নাম লিখেন কোহলি। এর আগে রোহিত শর্মা, লোকেশ রাহুল ও সুরেশ রায়না ছিলেন তালিকায়।

২১ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র বাংলাদেশি তামিম ইকবাল। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের এক ম্যাচে ওমানের বিরুদ্ধে করেছিলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। এর আগে তামিম টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন অহরহ শতরানের ইনিংস।

ব্যাটে-বলে সাকিব আল হাসান তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা পারফর্মার। ক্রিকেটের তিন ফরম্যাটেই দক্ষতা দেখিয়ে যাচ্ছেন সাকিব। কিন্তু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি থাকলেও সাকিবের নেই কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। কুমার সাঙ্গাকারা কিংবা শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ব্যাটাররাও এই এলিট লিস্ট থেকে হয়েছেন বঞ্চিত।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি আছে যাদের-

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
তামিম ইকবাল (বাংলাদেশ)
ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
সুরেশ রায়না (ভারত)
রোহিত শর্মা (ভারত)
লোকেশ রাহুল (ভারত)
ভিরাট কোহলি (ভারত)
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
আহমেদ শেহজাদ (পাকিস্তান)
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
বাবর আজম (পাকিস্তান)
ডেভিড মালান (ইংল্যান্ড)
জস বাটলার (ইংল্যান্ড)
হিদার নাইট (ইংল্যান্ড, নারী)
ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজিল্যান্ড)
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
তিলেকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)
কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)।

৯৭ ডেস্ক

Read Previous

আজ শুরু হচ্ছে টেস্ট, বাড়ছে না দিন

Read Next

শেষ ওয়ানডেতে নেই ওয়ার্নার, স্টয়নিস

Total
11
Share