আজ শুরু হচ্ছে টেস্ট, বাড়ছে না দিন

আজ শুরু হচ্ছে টেস্ট, বাড়ছে না দিন
Vinkmag ad

রাণী এলিজাবেথের মৃত্যুর কারণে শুক্রবার ইংল্যান্ডে সব ধরণের খেলা বন্ধ ছিল। তবে শনিবার থেকে আবারও শুরু হচ্ছে। ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩য় টেস্টও শনিবার শুরু হবে।

টস হলেও বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পণ্ড হয়ে যায়। ইংল্যান্ড নারী ক্রিকেট দল ও ভারত নারী ক্রিকেট দলের মধ্যকার ১ম টি-টোয়েন্টি ম্যাচও ব্রিস্টলে অনুষ্ঠিত হবে।

শনিবার মুলত টেস্টের ৩য় দিন হবে। সেক্ষেত্রে ৩ দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল।

‘দক্ষিণ আফ্রিকার সাথে আমরা আলোচনা করেছিলাম।তবে তারা মঙ্গলবারই বিমানে চড়ে দেশে ফিরে যাবে। সেখানে তারা কিছুদিন বিশ্রাম নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাবে। শনিবার টেস্টের ৩য় দিন হিসেবে গণ্য হবে,’ নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

‘ইসিবির সিদ্ধান্তে সিএসএ পূর্ণ সমর্থন দিচ্ছে। দলের ম্যানেজমেন্ট ও কার্যসূচির কথা বিবেচনা করে এটা নিশ্চিত করা হয়েছে যে খেলোয়াড়েরা টেস্টের দৈর্ঘ্য আর বাড়াতে চায় না। লম্বা সফরের আগে তারা পরিবারকে কিছুটা সময় দিতে চায়,’ সিএসএ-এর প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি জানান।

খেলা শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হবে এবং সকল খেলোয়াড় ও কোচের বাহুতে কাল আর্মব্যান্ড থাকবে বলে জানিয়েছে ইসিবি।

৯৭ ডেস্ক

Read Previous

রবিবার ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন অ্যারন ফিঞ্চ

Read Next

তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে যাদের

Total
45
Share