

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), হতে পারত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাক বদলের লিগ। তবে বেশ কয়েকটা আসর মাঠে গড়ানোর পর এটা আক্ষেপ হয়েই আছে। অপেশাদারিত্বের কারণে বিপিএল জৌলুস হারিয়েছে অনেকটাই।
অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি যখন বছরজুড়ে তাদের কার্যক্রম চালু রাখে, বিপিএলে তখন কোন ফ্র্যাঞ্চাইজি আগামী আসরে থাকবে সেই ভাবনায় থাকতে হয়।
সাম্প্রতিক সময়ে অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ভিন্নতা এনেছে এই রীতিতে। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে বছরজুড়ে সক্রিয় এই ফ্র্যাঞ্চাইজি।
আগামী আসরেও এই ফ্র্যাঞ্চাইজির বিপিএলে থাকা অনেকটাই নিশ্চিত। এবারে ভিন্ন এক আহ্বান নিয়ে হাজির হয়েছে তারা।
চট্টগ্রামের তরুণ ও উদীয়মান ক্রিকেটার অন্বেষণ করছে তারা। সামর্থ্য থাকলে, নিজেকে যোগ্য মনে করলে চট্টগ্রামের ক্রিকেটাররা তাদের বোলিং/ব্যাটিং/উইকেটকিপিং এর ভিডিও পাঠাতে পারবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভেরিফাইড ফেসবুক পেইজের ইনবক্সে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি লেখে, ‘চট্টগ্রামের তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের খুঁজছি আমরা। আপনাদের বোলিং, ব্যাটিং এবং উইকেট কিপিং এর ভিডিও পাঠাতে পারেন আমাদের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর অফিসিয়াল ফেইসবুক পেইজের ইনবক্সে আমরা আপনাদের অপেক্ষায়।’