

নেপালের অধিনায়ক, তারকা ক্রিকেটার স্বন্দ্বীপ লামিচানেকে সাসপেন্ড করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। কাঠমুন্ডুতে লামিচানের বিরুদ্ধে প্রেফতারি পরোয়ানা জারি হবার পর এই সিদ্ধান্তে আসে নেপাল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার কাঠমুন্ডু পুলিশ থানায় লামিচানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সে সময়ে লামিচানে সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলছিলেন। এর পর আর কোন ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। তালাওয়াস কর্তৃপক্ষ জানায় অনতিবিলম্বে লামিচানে টুর্নামেন্ট ছাড়বেন।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রশান্ত বিক্রম মাল্লা জানিয়েছেন লামিচানের সাসপেনশন পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া অব্দি থাকবে।
নিজেকে অবশ্য নির্দোষ দাবি করেছেন লামিচানে। নেপালের এই তারকা ক্রিকেটার টুইটারে লেখেন, ‘আমি নির্দোষ ও আমার নেপালের আইনের ওপর বিশ্বাস আছে। আমি সিপিএল থেকে বিরতি নিয়ে কিছুদিনের মধ্যেই দেশে ফিরছি। আমি সমস্ত মিথ্যা অভিযোগের মুখোমুখি হতে তৈরি। নির্দোষ ব্যক্তিদের প্রতি ন্যায় বিচার হোক ও সঠিক তদন্ত হোক সবাইকে নিয়েই। আশা করি আইন সবার জন্যই সমান।’
— Sandeep Lamichhane (@Sandeep25) September 9, 2022