রাণীর মৃত্যুতে স্থগিত হল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার চলমান টেস্ট

ইংল্যান্ডকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা, সঙ্গে কাটা গেল ৫ পয়েন্ট
Vinkmag ad

গতরাতে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে ইংলিশ ক্রিকেটাঙ্গণে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান টেস্ট ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে না।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে,

‘রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান তৃতীয় টেস্টের দিনের খেলা স্থগিত হয়ে গেল। এছাড়া শুক্রবারের বাকি সব খেলাও স্থগিত। শনিবার থেকে খেলা হবে কি না তা পরে জানিয়ে দেওয়া হবে।’ 


এই টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। গড়ায়নি একটি বলও। হয়েছে কেবল টস; টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর দেশটির রাজপ্রসাদ বাকিংহাম প্যালেস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

বেশ কিছু দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। ভালোভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না। সবচেয়ে বেশি সময় (৭০ বছর) ধরে স্বীয় পদে থাকা এলিজাবেথ রাজ সিংহাসনে বসেন ১৯৫২ সালে।

৯৭ ডেস্ক

Read Previous

শাস্তি পেলেন আসিফ-ফরিদ

Read Next

টানা পরাজয়ে শীর্ষস্থান হারাল নিউজিল্যান্ড

Total
4
Share