

গতরাতে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে ইংলিশ ক্রিকেটাঙ্গণে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান টেস্ট ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে না।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে,
‘রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান তৃতীয় টেস্টের দিনের খেলা স্থগিত হয়ে গেল। এছাড়া শুক্রবারের বাকি সব খেলাও স্থগিত। শনিবার থেকে খেলা হবে কি না তা পরে জানিয়ে দেওয়া হবে।’
Following the death of Her Majesty Queen Elizabeth II, Friday’s play between England and South Africa Men at The Oval, along with all scheduled matches in the Rachael Heyhoe Flint Trophy, will not take place.
For fixtures beyond Friday, updates will be provided in due course. pic.twitter.com/hcQ6CBJ3Wx
— England and Wales Cricket Board (@ECB_cricket) September 8, 2022
এই টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। গড়ায়নি একটি বলও। হয়েছে কেবল টস; টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর দেশটির রাজপ্রসাদ বাকিংহাম প্যালেস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।
The England and Wales Cricket Board is deeply saddened at the death of Her Majesty Queen Elizabeth II.
The thoughts of everyone involved in the game are with the whole Royal Family.
— England and Wales Cricket Board (@ECB_cricket) September 8, 2022
বেশ কিছু দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। ভালোভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না। সবচেয়ে বেশি সময় (৭০ বছর) ধরে স্বীয় পদে থাকা এলিজাবেথ রাজ সিংহাসনে বসেন ১৯৫২ সালে।