শাস্তি পেলেন আসিফ-ফরিদ

মাঠে ও মাঠের বাইরে মারামারি, তুলকালাম!
Vinkmag ad

এশিয়া কাপে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচটি লো স্কোরিং হলেও দুই দলই উপহার দিয়েছে টান টান উত্তেজনা। পিচের মাঝেই ঝগড়া আসিফ আলি, ফরিদ আহমেদের। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের দায়ে দুজনকেই শাস্তি দেওয়া হয়েছে।

মাঠেই মেজাজের ওপর নিয়ন্ত্রণ হারান আসিফ-ফরিদ৷ আইসিসির লেভেল-১ আচরণবিধি ভঙ্গের দায়ে দু’দেশের দুই ক্রিকেটারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আইসিসি এই খবর নিশ্চিত করেছে।

পাক অলরাউন্ডার আসিফ আলি ও আফগান পেসার ফরিদ আহমেদের বিরুদ্ধে আচরণবিধির ২.২.১২ ধারা ভাঙার অভিযোগ করা হয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের করা এই অভিযোগে দুই ক্রিকেটারই দোষ স্বীকার করে নেওয়ায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন পড়েনি।

আফগান পেসার ফরিদ আহমেদ আসিফ আলিকে আউট করার পর আক্রমণাত্মক স্লেজিং করে উদযাপনে মাতেন। এগিয়ে এসে কিছু একটা বলতে থাকে ঠিক তখনই আসিফ আলি মেজাজ হারিয়ে ফেলে।

ঘটনা, পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে। আফগান পেসার ফরিদ আহমেদ পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করে উগ্র উদযাপন করেন, তার সামনে যেয়ে। তাতেই বিরক্ত হয়ে যান আসিফ। প্রথমে ফরিদকে ধাক্কা দেন, তারপর ব্যাট উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে যান।

৯৭ ডেস্ক

Read Previous

আফগানদের উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শেষ করল ভারত

Read Next

রাণীর মৃত্যুতে স্থগিত হল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার চলমান টেস্ট

Total
1
Share