

ভারতের হয়ে ১০২১ দিন সেঞ্চুরি ছাড়া থাকা। যে সেঞ্চুরিকে ডালভাত বানিয়ে ফেলেছিলেন সেই সেঞ্চুরি খরা কাটছিলই না। অবশেষে আজ (৮ সেপ্টেম্বর) এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিন অঙ্ক স্পর্শ করলেন।
শুধু সেঞ্চুরি করেই থামেননি। ৬১ বলে অপরাজিত ১২২ রান করে হয়েছেন টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটার। এর আগে যে রেকর্ড ছিল রোহিত শর্মার (১১৮)।
রেকর্ড গড়া ইনিংস খেলার পর মিড ইনিংস ব্রেকে কোহলি বলেন, ‘আমি ব্লেসড, কৃতজ্ঞ এই মুহূর্তে। গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। নভেম্বরে আমার বয়স হচ্ছে ৩৪। তাই মাইলফলক অর্জনে উদযাপন এখন আর আসে না।’
‘আমি একটু বিস্মিত, কারণ সেঞ্চুরি এই ফরম্যাটে আসবে এটা চিন্তা করিনি। তবে সবই সৃষ্টিকর্তার কৃপা। আমি কঠোর পরিশ্রম করছিলাম। আর এই মুহূর্ত আমার ও দলের জন্য খুবই স্পেশাল।’
‘এই ইনিংস অনেক কিছুর যোগফল। বিশ্রাম শেষে আমি যখন ফিরি দল আমাকে স্বাগত জানিয়েছে। আমাকে খেলা নিয়ে কাজ করার সুযোগ দিয়েছে। বাইরে অনেক কিছু হচ্ছে জানি, তবে এখানে সব ঠিক ছিল।’
‘আমি আমার রিংয়ে চুমু খেয়েছি উদযাপনের সময়। আপনারা আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন কারণ আমাকে একজন মানুষ কেবল সাহায্য করেছে। আমার সকল কঠিন সময়ে আমার পাশে থেকেছে। সেটা আমার স্ত্রী আনুশকা শর্মা। এই শতক তাকে আর আমাদের ছোট্ট কন্যা ভামিকাকে উৎসর্গ করছি।’