শেষ ম্যাচের আগে ভারতের স্কোয়াডে বদল

শেষ ম্যাচের আগে ভারতের স্কোয়াডে বদল
Vinkmag ad

এশিয়া কাপে সুপার ফোরে এখনও বাকি দুইটি ম্যাচ। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান মুখোমুখি হবে ভারতের। গতকাল রাতেই এই দুই দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিয়মরক্ষার ম্যাচের আগে স্কোয়াডে বদল আনল ভারত।

এক বিবৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে দীপক চাহার এশিয়া কাপে ভারতের শেষ ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত হয়েছেন।

মূলত আরেক পেসার আবেশ খানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

অসুস্থ আবেশ খানকে বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছে বিসিসিআই মেডিক্যাল টিম।

এর আগে ঘোষিত স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসাবে নাম ছিল দীপক চাহারের, আবেশের অসুস্থতায় দুবাই ভ্রমন করতে হচ্ছে তাকে।

এর আগে রবীন্দ্র জাদেজা চোটে পড়লে তার স্থলাভিষিক্ত করা হয় আক্সার প্যাটেলকে।

৯৭ ডেস্ক

Read Previous

পিজেএলের মেন্টর ও কোচিং প্যানেলে তারার মেলা

Read Next

১৯৫ রান করে অস্ট্রেলিয়ার ১১৩ রানের বড় জয়!

Total
12
Share