

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১৬ টি দল খেলবে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। যেখানে শেষভাগে বাংলাদেশ খেলবে দুইটি ম্যাচ।
ব্রিসবেন ও মেলবোর্নের একাধিক মাঠে হবে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ গুলো। প্রথম রাউন্ডের দলগুলো তাদের প্রস্তুতি ম্যাচ গুলো খেলবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও জাংশন ওভালে (১০-১৩ অক্টোবর)।
সরাসরি যারা সুপার টুয়েলভে খেলবে তারা ১৭ ও ১৯ অক্টোবর খেলবে দ্য গ্যাবা ও অ্যালান বোর্ডার ফিল্ডে।
প্রস্তুতি ম্যাচগুলো দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে না। তবে দ্য গ্যাবার ১৭ ও ১৯ অক্টোবরের ম্যাচ দেখা যাবে আইসিসির অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনার স্টার স্পোর্টসে। আইসিসি ডিজিটাল চ্যানেলে দেখা যাবে লাইভ স্কোর ও সব ম্যাচের হাইলাইটস।
বলাই বাহুল্য এই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাবে না।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দুটি ম্যাচ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুইটি ম্যাচের কোনটিই দ্য গ্যাবায় না হওয়ায় ম্যাচ দুইটি সরাসরি টিভিতে দেখাবে না।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের সূচি-
১০ অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ বনাম সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল
স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, জাংশন ওভাল
শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
১১ অক্টোবর- নামিবিয়া বনাম আয়ারল্যান্ড, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
১২ অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
১৩ অক্টোবর- জিম্বাবুয়ে বনাম নামিবিয়া, জাংশন ওভাল
শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, জাংশন ওভাল
স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
১৭ অক্টোবর- অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্য গ্যাবা
নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
ইংল্যান্ড বনাম পাকিস্তান, দ্য গ্যাবা
আফগানিস্তান বনাম বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর- আফগানিস্তান বনাম পাকিস্তান, দ্য গ্যাবা
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
নিউজিল্যান্ড বনাম ভারত, দ্য গ্যাবা।