নাসিম শাহর দুই ছক্কায় পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে

asia mygp 2
Vinkmag ad

এশিয়া কাপে লো-স্কোরিং ম্যাচে হাই-ভোল্টেজ উত্তেজনা! পাকিস্তানের বিপক্ষে আফগানদের লড়াকু হার। শেষ ওভারের নাসিম শাহ প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে নিয়ে গেলেন এশিয়া কাপের ফাইনালে। 

মাত্র ১৩০ রানের লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে। আফগানিস্তানের দেয়া এই কটা রান নিতেও ৯ উইকেট হারাতে হলো দলটাকে। শেষ ওভারে গিয়ে জিততে হয়েছে। তবে এ জয় পাকিস্তানের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শেষ ওভারে অতিমানবীয় ব্যাটিংয়ে নাসিম শাহ হাঁকালেন টানা দুই ছয়। আর তাতেই আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের এক উইকেটের জয়; ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ছিটকে গেছে এশিয়া কাপ থেকে।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নের পথে হাটেন পাক অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপে ব্যর্থতার বৃত্তেই ঘুরছেন বাবর; আজও হয়নি এর ব্যতিক্রম। ফজল হক ফারুকি লেগ বিফোরের ফাঁদে পড়েন এদিন। ব্যক্তিগত ৫ রানে রান-আউট হন তিনে নামা ফখর জামান। ২৬ বলে ২০ রানের ইনিংসে থামেন মোহাম্মদ রিজওয়ান।

মাঝে ইফতিখার আহমেদ ৩০ ও শাদাব খানের ব্যাট থেকে আসে ৩৬ রান। দ্রুতই ফেরত যান মোহাম্মদ নওয়াজ (৪) ও খুশদিল শাহ (১)। দু’জনকে একই ওভারে ফেরান ফরিদ আহমেদ। ১৯তম ওভারে ৮ বলে ১৬ রান করা আসিফ আলিকে ফিরিয়ে আফগানদের জয়ের পথটা সহজ করে ফেলে ফজল হক।

কিন্তু এরপরই জমে ওঠে নাটক। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ১১ রান, হাতে কেবল ১ উইকেট। ফজল হক ফারুকির ওভারের প্রথম দুই বলে দুই ছয় হাঁকিয়ে ৪ বল হাতে রেখেই ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় পাকিস্তান। ৪ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচের নায়ক নাসিম শাহ। 

শারজাহতে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার-প্লেতে দারুণ শুরু করলেও মুহূর্তেই দুই আফগান ওপেনারকে সরিয়ে দেয় পাকিস্তান। নিজের প্রথম ওভারেই হারিস রউফ বোল্ড করেন বিধ্বংসী রহমানউল্লাহ গুরবাজকে। ৩৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি, ১১ বলে ১৭ করেন গুরবাজ। এরপরের ওভারে মোহাম্মদ হাসনাইনের স্লোয়ার বুঝে ওঠার আগেই স্টাম্প ভাঙে হযরতউল্লাহ জাজাইয়ের (২১)।

ধীরগতির ইনিংসে করিম জানাত করেন ১৫ রান। নাজিবউল্লাহ জাদরানকে ১০ রানের বেশি করতে দেননি শাদাব খান। নাসিম শাহ বোল্ড করেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে, প্যাভিলিয়নে ফেরেন গোল্ডেন ডাক হয়ে।

শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ১০ ও রাশিদ খান ১৮ রান করে দলের সংগ্রহ নিয়ে যান ১২৯ এ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১২৯/৬ (২০ ওভার) গুরবাজ ১৭, জাজাই ২১, নাজিবউল্লাহ ১০, ইব্রাহিম ৩৫, করিম ১৫, ওমরজাই ১০*, রাশিদ ১৮*; হারিস ২/২৬, নাসিম ১/১৯, হাসনাইন ১/৩৪, শাদাব ১/২৭, নওয়াজ ১/২৩

পাকিস্তান: ১৩১/৯ (১৯.২ ওভার) রিজওয়ান ২০, বাবর ০, ফখর ৫, ইফতিখার ৩০, শাদাব ৩৬, নওয়াজ ৪, খুশদিল ১, আসিফ ১৬, নাসিম ১৪*; ফারুকি ৩/৩১, ফরিদ ৩/৩১, রাশিদ ২/২৫

ফলাফল: পাকিস্তান ১ উইকেটে জয়ী

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপ জেতার স্বপ্ন ‘পজিটিভ’ সুজনের

Read Next

মাঠে ও মাঠের বাইরে মারামারি, তুলকালাম!

Total
6
Share