

আগামীকাল (৮ সেপ্টেম্বর) দ্য ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩য় টেস্ট। এই টেস্টকে সামনে রেখে আজ একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
দ্বিতীয় টেস্ট জেতা ইংল্যান্ডকে একটি পরিবর্তন করতেই হত। ইনজুরিতে পড়া জনি বেয়ারস্টো এই সিরিজ তো বটেই, ছিটকে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও।
বেয়ারস্টোর জায়গায় নতুন মুখ নিচ্ছে ইংলিশরা। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট অভিষেক হবে ইয়র্কশায়ার ব্যাটার হ্যারি ব্রুকের।
গ্রীষ্মে ইংলিশদের এটি শেষ টেস্ট। ৩ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা।
This is how we will line up for our final Test of the summer! ????
???????????????????????????? #ENGvSA ???????? pic.twitter.com/Qwm4Zm9Jbs
— England Cricket (@englandcricket) September 7, 2022
ইংল্যান্ডের একাদশ-
অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, জ্যাক লিচ ও জিমি অ্যান্ডারসন।