বাবরকে টপকে শীর্ষে মোহাম্মদ রিজওয়ান

বাবরকে টপকে শীর্ষে মোহাম্মদ রিজওয়ান
Vinkmag ad

এশিয়া কাপ ২০২২ এ ফর্মের তুঙ্গে আছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সম্পূর্ণ বিপরীত অবস্থানে তার ওপেনিং পার্টনার, পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার প্রভাব পড়েছে আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে।

বাবর আজমকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ ব্যাটার এখন মোহাম্মদ রিজওয়ান। মিসবাহ উল হক ও বাবর আজমের পর টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পাওয়া ৩য় পাকিস্তানি ব্যাটার তিনি।

গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে ৫৭ বলে ৭৮ রানের ইনিংস খেলা রিজওয়ান সুপার ফোরে এসে ভারতের বিপক্ষে খেলেন ৫১ বলে ৭১ রানের ইনিংস। এই দুই ইনিংসে চড়ে রেটিং পয়েন্ট ৭৯৬ থেকে বাড়িয়ে ৮১৫ তে এনেছেন তিনি, যা তার ক্যারিয়ার সেরা।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১১৫৫ দিন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকার শীর্ষে ছিলেন বাবর আজম। মিসবাহ উল হক শীর্ষে থেকেছেন মোট ৩১৩ দিন।

৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে বাবর আজম। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের রেটিং পয়েন্ট ৭৯২।

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে ২০ বলে ৪২ রানের ইনিংস খেলে ১৪২ ধাপ এগিয়েছেন মোহাম্মদ নওয়াজ। এই স্পিনিং অলরাউন্ডার এখন আছেন ৩৫৮ নম্বরে।

চার নম্বরে নেমে গেছেন ভারতের সুরিয়াকুমার যাদব। তবে এগিয়েছেন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটাররা।

শ্রীলঙ্কান দুই ওপেনার এগিয়েছেন ভারতের বিপক্ষে ফিফটি করে। ১ ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন পাথুম নিসাঙ্কা, ৬৩ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন কুশল মেন্ডিস।

দাসুন শানাকা ১১ ধাপ এগিয়ে আছেন ৩৯ নম্বরে, ভানুকা রাজাপাকশে আছেন ৬৮ নম্বরে, এগিয়েছেন ৩১ ধাপ। বোলারদের মধ্যে ৫ ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন মাহিশ থিকশানা।

আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৮৪ রান করে এগিয়েছেন ১৪ ধাপ, আছেন ১৫ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে ৪৩* রান করা নাজিবউল্লাহ জাদরান ২ ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে। স্পিনার মুজিব উর রহমান ৩ ধাপ এগিয়ে আছেন ৬ নম্বরে, মোহাম্মদ নবি ২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৭২ রান করা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৪ ধাপ এগিয়ে আছেন ১৩ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ২৯ নম্বরে আছেন ভিরাট কোহলি। বোলারদের মধ্যে ৮ ধাপ এগিয়ে ৫০ নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন, ২৮ ধাপ এগিয়ে ৬২ নম্বরে আছেন আর্শদ্বীপ সিং।

৯৭ ডেস্ক

Read Previous

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে অ্যালেক্স হেলস

Read Next

একদিন আগেই একাদশ জানাল ইংল্যান্ড, ব্রুকের অভিষেক

Total
6
Share