এখনো যেভাবে ফাইনাল খেলতে পারে ভারত

এখনো যেভাবে ফাইনাল খেলতে পারে ভারত
Vinkmag ad

এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ফেভারিট হয়েই টুর্নামেন্ট শুউরু করেছিল তারা, গ্রুপ পর্বে হারিয়েছিল পাকিস্তান ও হংকংকে। তবে সুপার ফোরে এসে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবার পথে রোহিত শর্মার দল।

বাংলাদেশ ও হংকং সুপার ফোরে উঠতে না পেরে আগেই বিদায় নিয়েছে। তবে ভারত হতে পারে সুপার ফোর থেকে বিদায় নেওয়া প্রথম দল।

আফগানিস্তান ও ভারতকে হারিয়ে সুপার ফোরের পয়েন্ট টেবিলে শীর্ষে এখন শ্রীলঙ্কা। ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে তারা। সুপার ফোরে এখনো বাকি ৩ টি ম্যাচ। এই তিন ম্যাচের ফলেই নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট।

এখনো সুপার ফোরে জয়ের দেখা না পাওয়া ভারত কি এখনো ফাইনাল খেলতে পারে?

এমন অসম্ভবকে সম্ভব করতে হলে আগে নিজেদের কাজ সারতে হবে ভারতকে। শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। এর আগে পরে অন্য দলের খেলার দিকে তাকিয়ে থাকতে হবে।

সুপার ফোরে বাকি থাকা ম্যাচ-

৭ সেপ্টেম্বর- আফগানিস্তান বনাম পাকিস্তান
৮ সেপ্টেম্বর- ভারত বনাম আফগানিস্তান
৯ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

ভারতকে ফাইনালে যেতে হলে নিম্নোক্ত ঘটনা ঘটতে হবে-

৭ সেপ্টেম্বর- আফগানিস্তানকে জিততে হবে পাকিস্তানের বিপক্ষে
৮ সেপ্টেম্বর- আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে ভারতকে
৯ সেপ্টেম্বর- পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে

এতেও কাজ শেষ হয়ে যাচ্ছে না, ভারতের নেট রান রেট বেশি থাকতে হবে পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে।

তেমনটা হলে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের পয়েন্ট হবে সমান ২ করে। তখন ভালো নেট রান রেট থাকলে ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গী হবে ভারত।

তবে আজ আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জিতলেই সব সমীকরণ শেষ হয়ে যাবে। তখন ফাইনাল হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে, বাকি খেলার ফল যাই হোক না কেনো।

আবার পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে বাদ পড়বে ভারত। আর ভারত আফগানদের বিপক্ষে হারলে তো কথাই নেই।

৯৭ ডেস্ক

Read Previous

চটেছেন হরভজন, সামনে আনলেন একাধিক প্রশ্ন

Read Next

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে অ্যালেক্স হেলস

Total
23
Share