চটেছেন হরভজন, সামনে আনলেন একাধিক প্রশ্ন

চটেছেন হরভজন, সামনে আনলেন একাধিক প্রশ্ন
Vinkmag ad

ভারতের সাবেক স্পিনার, বিশ্বকাপ জয়ী দলের সদস্য হরভজন সিং বেজায় চটেছেন। এশিয়া কাপ ২০২২ এ গ্রুপ পর্বে ২ জয় পেলেও সুপার ফোরে টানা দুই হারে বিপাকে ভারত। ফাইনাল খেলার জন্য এখন ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকে। এমতাবস্থায় দলের একাদশ নির্বাচন নিয়ে চটেছেন হরভজন।

মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে ভারত। হংকংয়ের বিপক্ষে ম্যাচ থেকেই ভারতের বোলিং আতশ কাচের নিচে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ইনজুরিতে ছিটকে যাবার পর আরও বিপাকে দল। দলে অভিজ্ঞতার অভাব চোখে পড়েছে।

টুইটারে হরভজন ভারতের একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন কেনো উমরান মালিক ও দীপক চাহার দলে নেই। দীনেশ কার্তিকের ধারাবাহিকভাবে সুযোগ না পাওয়াতেও হতাশ তিনি।

তিনি লেখেন, ‘উমরান মালিক কোথায় (১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়)? কেনো দীপক চাহার (শীর্ষস্থানীয় সুইং বোলার) দলে নেই? আমাকে বলুন এরা কি সুযোগ ডিজার্ভ করে না? কেনো দীনেশ কার্তিক ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছে না? হতাশাজনক।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপ ২০২২ থেকে বিদায় নেবার পথেই আছে। পাকিস্তান তাদের বাকি থাকা দুই ম্যাচের একটি জিতলেই বাদ পড়বে ভারত।

৯৭ ডেস্ক

Read Previous

মুখ ফিরিয়ে নিয়ে তোপের মুখে রোহিত শর্মা

Read Next

এখনো যেভাবে ফাইনাল খেলতে পারে ভারত

Total
28
Share