মুখ ফিরিয়ে নিয়ে তোপের মুখে রোহিত শর্মা

মুখ ফিরিয়ে নিয়ে তোপের মুখে রোহিত শর্মা
Vinkmag ad

ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে উত্তাপটা গত ৩-৪ দিনে ভালোমতই টের পেয়েছেন আর্শদ্বীপ সিং। ২৩ বছর বয়সী এই পেসারকে নিয়ে রাজ্যের ট্রল হয়েছে পাকিস্তানের বিপক্ষে আসিফ আলির ক্যাচ ছাড়ায়। যদিও পরে শেষ ওভারে আসিফকে ফেরান তিনিই।

এই ঘটনার পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষ ওভারে ৬ রান ডিফেন্ড করার দায়িত্ব পড়ে তার কাঁধে। এদফায়ও বল হাতে কারিশমা দেখান, যদিও দল শেষমেশ জিততে পারেনি।

শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ৬ বলে ৭ রান। এমন সমীকরণ মাথায় নিয়ে আর্শদ্বীপ টানা চার ইয়র্কার করেন, প্রথম চার বল থেকে আসে ৫ রান। ৫ম বল লেংথ ডেলিভারি করেন, ব্যাটার তা মিস করলেও উইকেটরক্ষক ও আর্শদ্বীপ দুই প্রান্তেই উইকেট ভাঙতে ব্যর্থ হন। শ্রীলঙ্কা ম্যাচ জিতে নেউ।

এই ওভারের সময়েই অধিনায়ক রোহিত শর্মাকে আর্শদ্বীপের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে দেখা যায়। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আর্শদ্বীপ রোহিতের সাথে কিছু বলতে গেলে রোহিত মুখ ফিরিয়ে নেন।

এই ঘটনায় বেজায় চটেছেন সমর্থকরা।

৯৭ ডেস্ক

Read Previous

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Read Next

চটেছেন হরভজন, সামনে আনলেন একাধিক প্রশ্ন

Total
1
Share