ভারতকে ছিটকে ফেলে ফাইনালে শ্রীলঙ্কা

asia mygp 1
Vinkmag ad

রান তাড়ায় যেন উড়ছে শ্রীলঙ্কা! বাংলাদেশ, আফগানিস্তানের পর ভারতকেও ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিল দাসুন শানাকার দল। আর তাতেই প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল শ্রীলঙ্কা। টানা দুই হারে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে গেল ভারতের।

ম্যাচ হারলেও ভারতের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে এবং অন্য দলগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। 

সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের করা ১৭৩ রান টপকাতে নেমে দারুন শুরু করে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে ৯৭ রান। এরপর অবশ্য ১৩ রানেই দ্রুত ৪ উইকেট তুলে নেয় চাহাল-অশ্বিন।

চাহালের বলে ৩৭ বলে ৫২ রান করে আউট হন নিসাঙ্কা। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৫৭ রানের অনবদ্য এক ইনিংস। তবে এ ম্যাচেও রান পাননি চারিথ আসালাঙ্কা। গুনাথিলাকা করেন কেবল এক।

তবে আর কোন বিপদ ঘটার আগেই অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানরা। ১৯ তম ওভারে ১৪ রান খরচ করেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। শেষ ওভারে ৭ রান প্রয়োজন হয় শ্রীলঙ্কার; এক বল বাকি থাকতেই নিশ্চিত হয় ৬ উইকেটের জয়। শানাকা ১৮ বলে করেন ৩৩ ও রাজাপাকসে খেলেন ১৭ বলে ২৫ রানের হার না মানা ইনিংস।

বল হাতে যুজবেন্দ্র চাহাল একাই দখলে নেন তিন উইকেট। অশ্বিন তুলে নেন ১টি উইকেট।

দুবাইয়ে এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত; ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৩ রান জমা করে। শ্রীলঙ্কার বোলারদের দাপটে ভারতীয় ব্যাটাররা শুরুতেই পড়ে বিপাকে। এদিন একা হাতে লড়াই করেন অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে সাজান এই ইনিংস।

দলীয় ১৩ রানে দুই উইকেট হারানোর পর রোহিতকে সঙ্গ দেন সুরিয়াকুমার যাদব ২৯ বলে করেন ৩৪ রান। হার্দিক পান্ডিয়া ও রিশাব পান্ট ১৩ বল করে খেলে যথাক্রমে ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন। শেষদিকে রবিচন্দ্রন অশ্বিনের ঝড়ো ৭ বলে ১৫ রানের ইনিংসে ভারত ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৭৩/৮ (২০ ওভার) রোহিত ৭২, সুরিয়াকুমার ৩২, হার্দিক ১৭, পান্ট ১৭, অশ্বিন ১৫*; মাদুশঙ্কা ৩/২৪, শানাকা ২/২৬

শ্রীলঙ্কা: ১৭৪/৪ (১৯.৫ ওভার) নিসাঙ্কা ৫২, মেন্ডিস ৫৭, আসালাঙ্কা ০, গুনাথিলাকা ১, রাজাপাকসে ২৫*, শানাকা ৩৩*; চাহাল ৩/৩৪, অশ্বিন ১/৩২

ফলাফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।

৯৭ ডেস্ক

Read Previous

ভারতকে ১৭৩ এ বেধে রাখল শ্রীলঙ্কা

Read Next

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Total
1
Share