ভারতকে ১৭৩ এ বেধে রাখল শ্রীলঙ্কা

ভারতকে ১৭৩ এ বেধে রাখল শ্রীলঙ্কা
Vinkmag ad

জিতলে ফাইনাল খেলার স্বপ্ন বেঁচে রইবে, আর হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকে- এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ভারত। নির্ধারিত ২০ ওভারে যেখানে রোহিত শর্মার দল স্কোরবোর্ডে জমা করেছে ১৭৩ রান।

রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি স্থায়ী হয় ১.৫ ওভার। ৭ বলে ৬ রান করে মাহিশ থিকশানার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন লোকেশ রাহুল।

আগের দুই ম্যাচে ফিফটি করা ভিরাট কোহলি এদিন রানের খাতাই খুলতে পারেননি। ৪ বলে কোন রান না করা কোহলিকে বোল্ড করেন দিলশান মাদুশাঙ্কা।

১৩ রানে ২ উইকেট হারালেও দ্রুত রান তোলাতেই মন ছিল ভারতীয় অধিনায়কের। চারে নামা সুরিয়াকুমার যাদবের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন তিনি। ৪১ বলে ৫ চার ও ৪ ছয়ে করেন ৭২ রান।

১২০ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে সুরিয়াকুমার করেন ২৯ বলে ৩৪ রান। এরপর হার্দিক পান্ডিয়া ও রিশাব পান্ট দুজনেই ১৭ রান করে করেন, দুজনেই খেলেন ১৩ টি করে বল।

শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন ৭ বলে অপরাজিত ১৫ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে ভারত। শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন মাদুশাঙ্কা, ২ টি করে উইকেট পান অধিনায়ক দাসুন শানাকা ও চামিকা করুনারত্নে। ১ টি শিকার মাহিশ থিকশানার।

৯৭ ডেস্ক

Read Previous

ক্যারি-গ্রিন ক্যারি করলেন অস্ট্রেলিয়াকে

Read Next

ভারতকে ছিটকে ফেলে ফাইনালে শ্রীলঙ্কা

Total
1
Share