আর্শদ্বীপকে নিয়ে ট্রল, প্রতিক্রিয়া জানাল পরিবার

ক্যাচ ছেড়ে বিপাকে আর্শদ্বীপ, পাশে পেলেন হাফিজ-পাঠানদের
Vinkmag ad

পাকিস্তানের সাথে গত রবিবার এশিয়া কাপের ম্যাচে ৫ উইকেটে হেরে যায় ভারত। সে ম্যাচে আর্শদ্বীপ সিংয়ের ক্যাচ ফেলে দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয় সমালোচকরা। আর্শদ্বীপের মা-বাবা ইন্টারনেটে তার ছেলের সমালোচনাকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানান এবং তাকে ও ভারতীয় দলকে সমর্থন ও সাহস দেওয়ার প্রতি সবাইকে অনুরোধ জানান।

সুপার ফোরে এই ম্যাচের ম্যাচের ১৮ তম ওভারে আসিফ আলির গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেন ২৩ বছর বয়সী ভারতীয় পেসার। পরবর্তীতে আসিফের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তান জিতে যায়। শেষ ওভারে আর্শদ্বীপ বোলিং করেও জেতাতে পারেননি দলকে।

এরপরই অনলাইনে বিভিন্ন ট্রলের শিকার হতে থাকেন আর্শদ্বীপ। তার উইকিপিডিয়ায় একজন অজ্ঞাতনামা ব্যক্তি আর্শদ্বীপকে ‘খালিস্তান’ হিসেবে আখ্যায়িত করে নাম যুক্ত করে দেয়।

আর্শদ্বীপের বাবাসহ পুরো পরিবার এ ম্যাচটি দেখেছিলেন। ‘সবাই নিজের দলকে জেতাতে চায়। যখন তা হয় না, ভক্তরা খেলোয়াড়দের প্রতি ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। আমরা সবকিছুই ইতিবাচকভাবে নিচ্ছি। ম্যাচটা দারুণ ছিল,’ এএনআইকে জানান আর্শদ্বীপের বাবা দর্শন সিং।

দর্শন আরও বলেন, তিনি আর্শদ্বীপের সাথে কথা বলেছেন এবং তার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কর্মকাণ্ডে মোটেই বিভান্তিতে নেই। শ্রীলঙ্কার সাথে পরবর্তী ম্যাচ নিয়ে সে আগ্রহী এবং আগের ম্যাচের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে সে কাজ করছে।

আর্শদ্বীপের মা দালজিৎ কৌর বলেন, ‘মানুষ কথা বলবেই। যদি তারা একজন ক্রিকেটারকে সমালোচনা করে, তাহলে তা করা উচিত। কেননা তারা তাকে ভালোবাসে এবং তারা চায় সে যেন ভালো করে। ইন্টারনেটে সমালোচনামূলক মন্তব্যগুলো আমরা ইতিবাচকভাবে নিয়েছি। আমরা প্রার্থনা করছিলাম আর্শদ্বীপ যেন ঐ দুই রান না দেয়। ক্যাচ মিস হওয়া খেলারই অংশ। পরের ওভারেই সে ফিরে আসে।’

আর্শদ্বীপের মা-বাবা আশা করেন ফাইনাল পাকিস্তান ও ভারতের মাঝে হবে এবং রেকর্ড ৮ম বারের মত চ্যাম্পিয়ন হবে ভারত। ভক্তদের ধৈর্য সহকারে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন দেওয়ার অনুরোধ জানান তারা।

এদিকে উইকিপিডিয়ায় একজন অজ্ঞাতনামা ব্যক্তি আর্শদ্বীপের নামের বিভিন্ন পরিবর্তন করে। কখনও মেজর আর্শদ্বীপ সিং লাংড়া, আবার মেজর আর্শদ্বীপ সিং বাজওয়া নামেও দেখা যায় উইকিপিডিয়ায়। তাকে খালিস্তানি বলেও আখ্যায়িত করা হয়। পরবর্তীতে জানা যায় কোন ভারতীয় সাইট নয়, বরং পাকিস্তানি টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের কাছে সে অজ্ঞাতনামার ঠিকানা পাওয়া গেছে।

আর্শদ্বীপ সিংকে সমর্থন জানিয়ে ভিরাট কোহলি ও সাবেক ভারতীয় স্পিনার হরভাজন সিংও মন্তব্য করেছেন।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএলকেও বিদায় বললেন সুরেশ রায়না

Read Next

বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা

Total
2
Share