জাদেজার জায়গায় প্যাটেল

bhm
Vinkmag ad

নিষেধাজ্ঞার কবলে পড়ে পাল্লেকেল্লে টেস্টে নেই রবীন্দ্র জাদেজা। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন আক্সার প্যাটেল।

দ্বিতীয় টেস্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর কারণে শেষ টেস্টে উপেক্ষিত থাকতে হচ্ছে জাদেজাকে। শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের দিকে ইচ্ছাকৃত ভাবে বল ছুড়ে মারায় আইসিসি’র কোড অব কন্ডাক্টের আইন অনুযায়ী ২.২.৮ লঙ্ঘন করে ৩টি ডিমেরিট পয়েন্ট পান জাদেজা। গত ২৪ মাসের ভেতর ৬টি ডিমেরিট হওয়ায় এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় জাদেজাকে। সাথে ম্যাচ ফি’র ৫০ ভাগও ছাড়তে হয়েছে তাঁকে।

fg

জাদেজা গত ম্যাচের পারফরম্যান্স দিয়ে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবকে টপকে উঠে আসেন এক নাম্বারে।

জাদেজার যায়গায় ডাক পাওয়া আক্সার প্যাটেল এখনও কোন টেস্ট না খেললেও ওয়ানডে খেলেছেন ৩০টি। নিয়েছেন ৩৫ উইকেট। অভিজ্ঞতা আছে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলারও, নিয়েছেন ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচ খেলে নিয়েছেন ৭৯ উইকেট। ব্যাট হাতে ৪৮.৪৫ গড়ে করেছেন ১১৬৩ রান।

এরই মধ্যে ৩ ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। আগামী ১২ আগস্ট শেষ টেস্ট অনুষ্ঠিত হবে পাল্লেকেল্লেতে।

97 Desk

Read Previous

মিউজিক্যাল চেয়ারে সাব্বির-মমিনুল!

Read Next

ব্যাটিংয়ে মুশফিকের দল

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share