বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আফ্রিদি ফিরবেন মাঠে

images 2022 09 06T103243.042
Vinkmag ad

এশিয়া কাপ শুরুর আগেই চোটের কারণে ছিটকে পড়েন পাকিস্তানের অন্যতম সেরা পেসার শাহীন শাহ আফ্রিদি। লন্ডনে আফ্রিদির পুনর্বাসন প্রক্রিয়া চলছে পুরোদমে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রি-দেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই আফ্রিদি ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।

চলমান এশিয়া কাপের পর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও আফ্রিদির সার্ভিস পাবে না পকিস্তান দল। তবে আফ্রিদি কামব্যাক করবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই; ত্রি-দেশীয় সিরিজে।

আগামী অক্টোবরে নিউজিল্যান্ডে বসতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে, স্বাগতিকদের সঙ্গে বাকি দুই দল বাংলাদেশ ও পাকিস্তান।  ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রি-দেশীয় সিরিজ। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা পাক পেসার শাহীন শাহ আফ্রিদির।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ তিন দলের জন্যই প্রস্তুতি হিসাবে কাজ করবে। ৭ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড এই ত্রিদেশীয় সিরিজে মোট ৭ টি ম্যাচ খেলবে। যেখানে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে ২ টি করে ম্যাচ খেলবে, বাকি ম্যাচটি ফাইনাল।

লন্ডনে শাহীন শাহ আফ্রিদি পিসিবির মেডিকেল অ্যাডভাইজরি প্যানেলের তত্ত্বাবধানে আছেন, যার মধ্যে লন্ডন-ভিত্তিক ডাঃ ইমতিয়াজ আহমেদ এবং ডাঃ জাফর ইকবালও রয়েছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার প্রত্যাবর্তনের সিদ্ধান্ত পিসিবি মেডিকেল উপদেষ্টা প্যানেল দ্বারা নির্ধারিত হবে।

৯৭ ডেস্ক

Read Previous

আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার সামনে ভারতের ডু অর ডাই

Read Next

আইপিএলকেও বিদায় বললেন সুরেশ রায়না

Total
24
Share