আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার সামনে ভারতের ডু অর ডাই

গণ অভিষেকের দিনে শ্রীলঙ্কার কাছে হারল ভারত
Vinkmag ad

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ রোহিত-কোহলিদের প্রতিপক্ষ দাসুন শানাকার শ্রীলঙ্কা। ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। আর শ্রীলঙ্কা জিতলে ফাইনালের দিকে এক পা এগিয়ে থাকবে। টিকে থাকার লড়াইয়ে একাদশে পরিবর্তন আনবে ভারত। আত্মবিশ্বাসী লঙ্কানরা খেলবে উইনিং কম্বিনেশন নিয়েই।

চলতি এশিয়া কাপে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোরে পৌঁছেছিল ভারত। এর পর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। ফলে আত্মবিশ্বাসী হয়েই রোহিতদের বিরুদ্ধে নামবে লঙ্কান একাদশ। 

টানা জয়ে উড়তে থাকা লঙ্কানদের জন্য এই ম্যাচটি মোটেও সহজ হবে না। সুপার ফোরে নিজেদের একধাপ এগিয়ে নিতে এ ম্যাচে কোন ছাড় দেবে না ভারত। দুবাইতে এই ব্লকবাস্টার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ হল টস। পরপর দুই ম্যাচে বড় রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। ফলে, টস আজকের ম্যাচেও একটা বড় ফ্যাক্টর হবে। দুবাইয়ে পিচ ভালো থাকলে এই ম্যাচও হাই স্কোরিং হতে পারে।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কা মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে দু’দলই সমান ১০ বার জিতেছে। পরিসংখ্যান ও বর্তমান ফর্মের দিক থেকে দেখলে, তাই এই ম্যাচটি যে কাঁটায় কাঁটায় টক্কর হবে, তা বলার অপেক্ষা রাখে না। ভারত জিতলে জমে যাবে সুপার ফোরের লড়াই।

শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করলেও মাঝে বা ডেথ ওভারে প্রত্যাশিত রান তুলতে পারছে না ভারতীয় ব্যাটাররা। কোহলি টানা দারুণ পারফর্ম করে ফিরেছেন ফর্মে। কিন্তু রিশাব পান্ট আছেন ব্যর্থতার বৃত্তে, তার বদলে ফের একাদশে ঢুকবেন অভিজ্ঞ দীনেশ কার্তিক।

ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা গত ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ফলে আক্সার প্যাটেল আজ সুযোগ পেতে পারেন সেরা একাদশে; তাহলে বাদ পড়বেন চাহাল।

অপরদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে চাইবে শ্রীলঙ্কা। তাদের ওপেনিং জুটি ভারতের বিপক্ষেও চোখ রাঙাতে পারে। বোলিংয়ে ওয়ানিন্দু হাসারঙ্গা ও মাহেশ থিকশানা দেখাতে পারেন চমক। তবে লঙ্কান ম্যানেজমেন্ট কিছুটা উদ্বিগ্ন চারিথ আসালাঙ্কার ব্যাটিং নিয়ে। 

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্ট/দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দীপক হুদা, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল/আক্সার প্যাটেল।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা, চামিকা করুণারত্নে এবং আসিথা ফার্নান্দো।

৯৭ ডেস্ক

Read Previous

রিজওয়ান, দাহানির ইনজুরির আপডেট জানাল পিসিবি

Read Next

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আফ্রিদি ফিরবেন মাঠে

Total
19
Share