

এশিয়া কাপ অভিযানে এসে চোট-আঘাতে জর্জরিত পাকিস্তান শিবির। সাইড স্ট্রেনের কারণে ভারতের বিপক্ষে ‘সুপার ফোর’ এর ম্যাচটি খেলতে পারেননি শাহনেওয়াজ দাহানি। আর সেই ম্যাচেই নতুন করে চোট পান জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে এরমাঝেই মিলল স্বস্তির খবর; দু’জনেই চোট থেকে দ্রুত সেরে উঠছেন।
শাহনেওয়াজ দাহানি (সাইড স্ট্রেন) এবং মোহাম্মদ রিজওয়ান (ক্র্যাম্পস) চোট থেকে দ্রুত সেরে উঠছেন। আগামী ৭ই সেপ্টেম্বর শারজাহতে আফগানিস্তান ম্যাচের আগে ফিট হওয়ার সম্ভাবনা আছে দু’জনেরই।
ইনজুরি ইস্যুতে এক বিবৃতি দিয়ে পিসিবি জানায়,
মোহাম্মদ রিজওয়ানের একটি এমআরআই স্ক্যান করা হয়েছে, ফলাফল আগামীকাল জানা যাবে। এরপরই মূলত তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ভালো আছেন তিনি।
পেসার শাহনেওয়াজ দাহানিও সাইড স্ট্রেনের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছেন। তাকেও নিয়মিত পর্যবেক্ষণে রাখছে পিসিবির মেডিকেল টিম।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে রিজওয়ান পায়ে চোট পান। এরপর থেকেই মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছে। ম্যাচ শেষে হাসপাতালে একটি স্ক্যান করা হয় এবং রিপোর্ট দেখে টুর্নামেন্টের বাকি অংশে তাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে পিসিবি।
রিজওয়ান চলমান এশিয়া কাপ ২০২২-এ তিন ম্যাচে দুটি অর্ধশতক সহ মোট ১৯৩ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৫১ বলে ৭১ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।