ক্যাচ ছেড়ে বিপাকে আর্শদ্বীপ, পাশে পেলেন হাফিজ-পাঠানদের

ক্যাচ ছেড়ে বিপাকে আর্শদ্বীপ, পাশে পেলেন হাফিজ-পাঠানদের
Vinkmag ad

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারালেও এশিয়া কাপ ২০২২ এর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয় দেখেছে রোহিত শর্মার দল। ৫ উইকেটে হারা ম্যাচে আলোচনায় তরুণ পেসার আর্শদ্বীপ সিংয়ের ক্যাচ ছাড়া।

পাকিস্তানের ইনিংসের ১৮ তম ওভারের ঘটনা। রবি বিষ্ণয়ের করা ৩য় বৈধ ডেলিভারি, পাকিস্তানের রান তখন ৪ উইকেটে ১৫১। স্লগ সুইপ করতে যেয়ে টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তুলে দেন আসিফ আলি। থার্ড ম্যানে থাকা আর্শদ্বীপ সহজতম ক্যাচ ছেড়ে দেন।

মাঠেই প্রতিক্রিয়া দেখান অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারে যেয়ে আসিফকে আর্শদ্বীপ ফেরালেও ততক্ষণে জয়ের পথে অনেক এগিয়ে যায় পাকিস্তান। ৮ বলে ২ চার ও ১ ছয়ে ১৬ রান করেন আসিফ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্শদ্বীপকে নিয়ে অনেক নেতিবাচক কথা চাউর হলেও মোহাম্মদ হাফিজ, ইরফান পাঠানরা তার পাশে থাকছে।

৯৭ ডেস্ক

Read Previous

লিজেন্ডস লিগে খেলবেন না সৌরভ

Read Next

কঠিন সময়ে কোহলি চিনেছেন ‘কে আপন কে পর’

Total
1
Share