

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারালেও এশিয়া কাপ ২০২২ এর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয় দেখেছে রোহিত শর্মার দল। ৫ উইকেটে হারা ম্যাচে আলোচনায় তরুণ পেসার আর্শদ্বীপ সিংয়ের ক্যাচ ছাড়া।
পাকিস্তানের ইনিংসের ১৮ তম ওভারের ঘটনা। রবি বিষ্ণয়ের করা ৩য় বৈধ ডেলিভারি, পাকিস্তানের রান তখন ৪ উইকেটে ১৫১। স্লগ সুইপ করতে যেয়ে টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তুলে দেন আসিফ আলি। থার্ড ম্যানে থাকা আর্শদ্বীপ সহজতম ক্যাচ ছেড়ে দেন।
মাঠেই প্রতিক্রিয়া দেখান অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারে যেয়ে আসিফকে আর্শদ্বীপ ফেরালেও ততক্ষণে জয়ের পথে অনেক এগিয়ে যায় পাকিস্তান। ৮ বলে ২ চার ও ১ ছয়ে ১৬ রান করেন আসিফ।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্শদ্বীপকে নিয়ে অনেক নেতিবাচক কথা চাউর হলেও মোহাম্মদ হাফিজ, ইরফান পাঠানরা তার পাশে থাকছে।
My request to all Indian team fans. In sports we make mistakes as we r human. Please don’t humiliate anyone on these mistakes. @arshdeepsinghh
— Mohammad Hafeez (@MHafeez22) September 4, 2022
Arshdeep is a strong character. Stay that way boy. @arshdeepsinghh
— Irfan Pathan (@IrfanPathan) September 4, 2022
After dropping steve smith in the pune test, i was absolutely inconsolable for hours alone in my room. I really hope @arshdeepsinghh doesnt feel that way. He will be more gutted than anyone else in our country tonight. Lets cut him some slack! #INDvsPAK
— Abhinav Mukund (@mukundabhinav) September 4, 2022
I’m still proud of @arshdeepsinghh !! Huge game, big pressure. Veer cheering for Chachu. ❤️ pic.twitter.com/K7pu55Wi9Q
— Sonu Jaswal (@Jagdeepjaswal) September 4, 2022
If you’re blaming Arshdeep, you’re only exposing your knowledge of the game. What an effort from him to take the game to the penultimate ball after that. More power to you young man. @arshdeepsinghh #IndvPak
— Jatin Sapru (@jatinsapru) September 4, 2022
First Shami and this time #ArshdeepSingh. One should learn from India how to label your players belonging to minorities as traitors. Shameful. Let sports be sports and keep your hatred and intolerance for other religions saved for other events.
— Wajahat Kazmi (@KazmiWajahat) September 4, 2022
We love you Arshdeep. We are with you and believe you will win many matches for India. More Strength to you. ???? #IndvsPak #INDvsPAK2022 #AsiaCup2022 #ArshdeepSingh @indiasuperfans pic.twitter.com/SDZk0DomkZ
— WhistlePodu Army ® – CSK Fan Club (@CSKFansOfficial) September 5, 2022