

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ুর পরীক্ষা, ধুন্ধুমার কাণ্ড। মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বশীল ব্যাটিং ও মোহাম্মদ নওয়াজের মারকাটারি ইনিংসে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। বিফলে যায় ভিরাট কোহলির কার্যকরী ইনিংস।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো বেগে শুরু করেছিল ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা ৩১ বলে ৫৪ রানের জুটি এনে দেন দলকে। রাহুল ও রোহিত দুইজনই ২৮ রান করে বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন ভিরাট কোহলি।
একাই টেনে নিয়ে যান দলকে। সুরিয়া কুমার যাদব ও রিশাব পান্টরা বড় ইনিংস না খেলতে পারলেও কোহলির সাথে ছোট অথচ কার্যকরী জুটি গড়ে দলের স্কোর বাড়াতে থাকেন।
শেষ ওভারে আউট হওয়ার আগে টানা ২য় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন কোহলি। ৭ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান কোহলির।
পাকিস্তানের পক্ষে শাদাব খান ২টি উইকেট পান।
জবাব দিতে নেমে এদিনও অধিনায়ক বাবর আজমের ব্যাটে ঝলক দেখা যায়নি। ১৪ রানে ফিরে যান। তবে অপর প্রান্তে থাকে রিজওয়ান দলের দায়িত্ব নিজের কাঁধে নেন। ফখর জামানের সাথে ২য় উইকেটে ৩৯ রানের জুটি গড়েন তিনি।
তবে ৩য় উইকেটে রিজওয়ান ও নওয়াজ ৪১ বলে ৭৩ রানের দারুণ এক জুটি গড়েন। নওয়াজ মাত্র ২০ বলে ৬ চার ও ২ ছয়ে ৪২ রানের আক্রমণাত্নক ইনিংস খেলেন। নওয়াজের বিদায়ের কিছুক্ষণ পর দলের পক্ষে সর্বোচ্চ স্কোর গড়ে আউট হন রিজওয়ানও (৭১)।
আসিফ আলি ক্রিজে এসে প্রথম বলে জীবন পান। ভুবনেশ্বর কুমারের বলে সহজ ক্যাচ ফেলে দেন আর্শদ্বীপ। ক্যাচ ফেলার মাশুল পরবর্তীতে ভোগ করতে হয় ভারতকে। আসিফ ও খুশদিলের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১ বল বাকি থাকতে জয় পেয়ে যায় ভারত। আসিফ ১৬ রানে আউট হলেও খুশদিল ১৪ রানে অপরাজিত থাকেন।
ভারতের পক্ষে তাদের ৫ বোলারই ১ করে উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার পান মোহাম্মদ নওয়াজ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ১৮১/৭ (২০), রাহুল ২৮, রোহিত ২৮, কোহলি ৬০, সুরিয়া ১৩, পান্ট ১৪, হার্দিক ০, হুডা ১৬, ভুবনেশ্বর ০*, বিষ্ণয় ৮*; নাসিম ৪-০-৪৫-১, হাসনাইন ৪-০-৩৮-১, রউফ ৪-০-৩৮-১, নওয়াজ ৪-০-২৫-১, শাদাব ৪-০-৩১-২
পাকিস্তানঃ ১৮২/৫ (১৯.৫), রিজওয়ান, বাবর ১৪, ফখর ১৫, নওয়াজ ৪২, খুশদিল ১৪*, আসিফ ১৬, ইফতেখার ; ভুবনেশ্বর ৪-০-৪০-১, আর্শদ্বীপ ৩.৫-০-২৭-১, বিষ্ণয় ৪-০-২৬-১, হার্দিক ৪-০-৪৪-১, চাহাল ৪-০-৪৩-১
ফলাফলঃ পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)।