মুশফিকের মতো অবসরের ঘোষণা আসুক চায় না বিসিবি

জালাল ইউনুস
Vinkmag ad

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন মুশফিকুর রহিম। সিদ্ধান্ত জানানোর আগে বোর্ডের সাথে আলোচনা করেননি এই অভিজ্ঞ ব্যাটার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলছেন অন্তত আগে থেকে আভাস দেওয়া উচিত অবসরের ক্ষেত্রে।

গত বছর টি-টোয়েন্টি বিশেকাপে ব্যর্থ হওয়ার পরই মুশফিককে নিয়ে সমালোচনা চারদিকে। এমনকি বিশ্বকাপের পরপরই পাকিস্তান সিরিজে বিশ্রামের আদলে বাদও দেওয়া হয়।

তবে ফিরেছেন চলতি বছর আফিগানস্তান সিরিজে। খেলেছেন এক ম্যাচে। এরপর জিম্বাবুয়ের সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়, ফেরেন এশিয়া কাপ দিয়ে। দলের সাথে ব্যাট হাতে মুশফিকও ব্যর্থ। দুই ম্যাচে করতে পারেননি ৫ রানের বেশি, গ্লাভস হাতে উইকেটের পেছনে ক্যাচ ছেড়েও সমালোচিত হন।

এবার সবকিছুর অবসান ঘটান নিজেই। দল দেশে ফিরেছে গতকাল (৩ সেপ্টেম্বর), মুশফিক অবসরের ঘোষণা দিলেন আজ।

মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানালেও বিসিবি বলছে তারা এখনো তার অবসরকে গ্রহণের ব্যাপারে চূড়ান্ত আলোচনা করেনি।

সংবাদ মাধ্যমে জালাল ইউনুস জানান, ‘আমি মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেইনি, তাকে গ্রহণ করেছি কী করিনি। এটা আমাদের মধ্যে আলাপ করতে হবে। যেহেতু সিদ্ধান্ত হয়নি, এই মুহূর্তে কিছু বলা কঠিন।’

যদিও জালাল বলছেন বাজে ফর্মে থাকা মুশফিককে তারা ঠিকই বিশ্বকাপ ভাবনায় রেখেছেন, ‘বিশ্বকাপে নিশ্চিতভাবে আমরা তাকে মিস করব। বিশ্বকাপের জন্য কিছু প্লেয়ার আমরা ঠিক করেছি, সে তার মধ্যে একজন। টিম ম্যানেজমেন্ট থেকে ২০ জনের মতো প্লেয়ারের একটা সেট করা হয়েছে সে ওই ২০ প্লেয়ারের একজন।’

‘১৫ বছর খেলে সে সিদ্ধান্ত নিয়েছে যে খেলবে না, এটা তার জন্য কিন্তু কঠিন সিদ্ধান্ত। একই সময়ে বোর্ড এটা একসেপ্ট করবে কী করবে না এটাও কঠিন সিদ্ধান্ত। কারণ আমাদের সিনিয়র প্লেয়ারদের একটা পর্যায় থেকে আরেক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অবদান অনেক বড়।’

তবে মুশফিক যেভাবে পূর্বাভাস না দিয়ে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন সেটা প্রত্যাশা করেনি বোর্ড।

এ প্রসঙ্গে জালাল যোগ করেন, ‘এ ধরণের অবসর না হলেই ভালো। আপনি যদি অন্য দেশগুলোতে দেখেন, একটা প্লেয়ার যখন সিদ্ধান্ত নেয়, আস্তে আস্তে যখন তার ক্যারিয়ার শেষের দিকে চলে আসে, তারা জানেই যে কোন ফরম্যাট কতদিন খেলবে না খেলবে। তারা কিন্তু ৬ মাস ১ বছর আগে বলে দেয়, যে অমুক সিরিজে শেষ ম্যাচ হবে আমার। আমি অবসরে যাবো।’

‘আমাদের ক্ষেত্রেও যদি কোনো প্লেয়ার বলে দেয় যে অমুক সিরিজে আমি রিটায়রা করব আমাদের ক্ষেত্রে ভালো হয় যে তাদেরকে সম্মান ও তাদের রিটায়ারমেন্টটা একসেপ্ট করতে পারি। সম্মানের সঙ্গে যেন তাদের বিদায় জানাতে পারি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

প্রিমিয়ার লিগে আলো ছড়ানো মারুফাকে নিয়েই বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশে

Read Next

আর্শদ্বীপের ক্যাচ মিসের মাশুল দিল ভারত

Total
0
Share