প্রিমিয়ার লিগে আলো ছড়ানো মারুফাকে নিয়েই বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশে

বিশ্বকাপে প্রথম জয়, প্রশংসায় ভাসছে বাংলাদেশ নারী দল
Vinkmag ad

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে নতুন মুখ হিসেবে ডাক পড়েছে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারি মারুফা আক্তারের।

বিকেএসপির হয়ে ১১ ম্যাচে ৩.২১ ইকোনোমিতে ২৩ উইকেট নিয়ে প্রিমিয়ার লিগে বেস্ট প্রমিজিং ক্রিকেটারের পুরষ্কার জেতেন মারুফা। এই বাঁহাতি পেসারকে রাখা হয়েছিল ২৮ জন ক্রিকেটার নিয়ে শেষ হওয়া ক্যাম্পে। যেখানে ইয়ো ইয়ো টেস্টে সর্বোচ্চ স্কোর অর্জন করে রেকর্ডও গড়েন মারুফা।

মারুফা সহ ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডকে যথারীতি নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। বাছাইয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গী স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

দুই গ্রুপ থেকে একটি করে দল খেলবে বাছাইপর্বের ফাইনাল, ওই দুই দলই ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অবস্থানের ভিত্তিতে এবার সরাসরি বাছাইপর্বে খেলছে বাংলাদেশ ও থাইল্যান্ড। বাকিরা নিজেদের অঞ্চলের সেরা দল হিসেবে বাছাই খেলবে।

দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম ও পাশেই একাডেমি মাঠে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর হবে বাছাই পর্ব। ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই।

১৯ সেপ্টেম্বর খেলা স্কটল্যান্ডের সঙ্গে, ২১ সেপ্টেম্বর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনালই হবে ২৩ সেপ্টেম্বর ও ফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ১০ দলের এই টুর্নামেন্ট। এখন অব্দি তিনবার বাছাই পর্ব খেলে প্রতিবারই বাধা টপকে গেছে বাংলাদেশের মেয়েরা।

বিশ্বকাপ বাছাই খেলার উদ্দেশে আগামী ৮ সেপ্টেম্বর দেশ ছাড়বে নারীরা। সংযুক্ত আরব আমিরাতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে একটি ক্যাম্প।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার। 

৯৭ প্রতিবেদক

Read Previous

মুশফিককে তামিম- ‘আমি নিশ্চিত, তুই পারবি’

Read Next

মুশফিকের মতো অবসরের ঘোষণা আসুক চায় না বিসিবি

Total
1
Share