

এশিয়া কাপ থেকে বিদায়ের গল্প ভুলে যাওয়ার আগেই মুশফিকুর রহিম নিলেন অবসরের মতো বড় সিদ্ধান্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লাল-সবুজ জার্সিতে আর দেখা যাবে না দেশের অন্যতম সেরা এই অভিজ্ঞ ব্যাটারকে। মুশফিকের অবসর ঘোষণার সিদ্ধান্তে কি ভাবছেন তার সতীর্থরা?
“হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর কেঁদোনাকো উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে!”
এশিয়া কাপে বাংলাদেশের খেলা দুই ম্যাচেই মুশফিক ব্যাট হাতে ছিলেন নিরব। দেশে ফিরে তাই আর দেড়ি করেননি কঠিন সিদ্ধান্ত নিতে। এই ফরম্যাটে আর তিনি খেলতেই চান না।
মুশফিক অবসরের সিদ্ধান্তের পর পাশে পাচ্ছে সতীর্থদের; রিয়াদ, রুবেলরা ফেসবুক বার্তায় লিখেন,
You always have been our inspiration on and off the field. Happy T20I Retirement, @mushfiqur15 bhai. Best wishes for the coming days. https://t.co/TNyUOhUhLq
— Nurul Hasan Sohan (@sohan18official) September 4, 2022
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক খেলা যাবেন বাকি দুই ফরম্যাটে। খেলবেন বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি লিগও। ৩৫ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মুশফিক ১০২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯.৪৮ গড়ে তার ক্যারিয়ার শেষ করেন। যেখানে রান সংগ্রহ করেছেন বরাবর পনেরশো। স্ট্রাইক রেট ১১৫.০৩, আর ফিফটি রানের ইনিংস রয়েছে মোট ৬টি।