আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

সিদ্ধান্ত বদলেছেন মুশফিক, জিম্বাবুয়েতে খেলবেন টি-টোয়েন্টিও
Vinkmag ad

এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ। এরপরদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম জানালেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক খেলা যাবেন বাকি দুই ফরম্যাটে। খেলবেন বিভিন্ন ফ্র‍্যাঞ্জাইজি লিগও। 

নিজের ভেরিফায়েড ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে মুশফিক দেন অবসরের ঘোষণা,

‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র‍্যাঞ্জাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

৩৫ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মুশফিক ১০২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯.৪৮ গড়ে তার ক্যারিয়ার শেষ করেন। যেখানে রান সংগ্রহ করেছেন বরাবর পনেরশো। স্ট্রাইক রেট ১১৫.০৩, আর ফিফটি রানের ইনিংস রয়েছে তার ঝুলিতে মোট ৬টি।

বাংলাদেশের জার্সিতে মুশফিক প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০০৬ সালে, খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে। আর শেষ ম্যাচ এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এ ম্যাচেই হেরেই বাংলাদেশ বিদায় নেই এশিয়া কাপের মঞ্চ থেকে।

মুশফিক ব্যাট হাতে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১ ও শ্রীলঙ্কার বিপক্ষে করেন ৪ রান। টানা ব্যর্থ মুশফিক এবার নিলেন অবসরের মতো বড় সিদ্ধান্তের। 

৯৭ ডেস্ক

Read Previous

পাকিস্তানের প্রতিশোধ নাকি ফের পরাজয়?

Read Next

বেলিসে চড়ে অধরা শিরোপা ধরতে চায় পাঞ্জাব কিংস

Total
5
Share