পাকিস্তানের প্রতিশোধ নাকি ফের পরাজয়?

ভারত ও পাকিস্তানকে একসাথে শাস্তি দিল আইসিসি
Vinkmag ad

মরুদেশে আজ ফের পাক-ভারত যুদ্ধ! এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গ্রুপ পর্বের দেখায় পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে ভারত। ৬ দিনের ব্যবধানেই হারের বদলা নেবার সুবর্ণ সুযোগ পাকিস্তানের সামনে।

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের ম্যাচকে ঘিরে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। দুবাইতে এই ব্লকবাস্টার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ভারত-পাক ম্যাচ মানেই অতীতের পরিসংখ্যান উঠে আসে। দু’দল একে অপরের মুখোমুখি; যা ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে বড় সংঘর্ষের একটি। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। বোলিংয়ে ভুবনেশ্বর, হার্দিক, আর্শদীপ নজর কাড়লেন। ছন্দ ধরে রেখে ব্যাট হাতেও রীতিমতো আগুন ঝরিয়েছেন হার্দিক পান্ডিয়া। তার দাপটের কাছেই হেরে যায় পাকিস্তান। এবার সেই হারের বদলা নিতে মুখিয়ে থাকবে বাবর আজমের দল।

এরপর শারজাহতে রেকর্ড গড়ে পাকিস্তান ওঠে এশিয়া কাপের সুপার ফোরে। ভারতের বিপক্ষে ৫ উইকেটে ১৫২ রান করা হংকংকে পাকিস্তান অলআউট করে মাত্র ৩৮ রানে। দারুণ ফর্মে থাকা পাক ক্রিকেটার ভারতের বিপক্ষে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।

শাহনেওয়াজ দাহানি চোটের কারণে, খেলবেন না আজ। সেরা একাদশে জায়গা করে নিতে প্রস্তুত হাসান আলি। আগের ম্যাচের সেরা দুই বোলার শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ ভারতের বিপক্ষেও দেখাতে পারেন জাদু। তবে ব্যাট হাতে টানা ব্যর্থ অধিনায়ক বাবর আজম ফর্মে ফিরতে মরিয়া… হতে পারে আজকেই।

অন্যদিকে, আজকের ম্যাচেও হার্দিক জ্বলে ওঠতে পারেন আপন শক্তিতে। ভিরাট কোহলি, সুরিয়াকুমার আছেন বিধ্বংসী মেজাজে। হংকং ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চিন্তিত রোহিত-রাহুলের ব্যাটিং নিয়ে।

জাদেজার ইনজুরি; সবচেয়ে বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই পরিস্থিতিতে ভারতের একাদশে কে আসবেন তা নিয়ে জল্পনা চলছে। 

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ এবং হাসান আলি/মোহাম্মদ হাসনাইন।

৯৭ ডেস্ক

Read Previous

আফগানদের হারিয়ে সুপার ফোর শুরু করল শ্রীলঙ্কা

Read Next

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

Total
17
Share