

এশিয়া কাপ অভিযানে এসে চোট জর্জরিত পাকিস্তান শিবিরে আরও এক পেসারের চোট। সাইড স্ট্রেইনের কারণে ভারতের বিপক্ষে রবিবারের ‘সুপার ফোর’ এর ম্যাচটি মিস করবেন শাহনেওয়াজ দাহানি।
পাকিস্তানের ফাস্ট বোলার শাহনেওয়াজ দাহানি হংকংয়ের বিপক্ষে দলের ১৫৫ রানের জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন। ম্যাচে তিনি কেবল দুই ওভার বল করতে পারেন এবং ইয়াসিম মুর্তজার উইকেট দখলে নেন।
আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচে শাহনেওয়াজ দাহানির জায়গায় সেরা একাদশে সুযোগ পাবেন হাসান আলি।
শাহনেওয়াজ দাহানির ইনজুরি ইস্যুতে এক বিবৃতিতে পিসিবি জানায়,
‘সাইড স্ট্রেইনের কারণে ভারতের বিপক্ষে রবিবারের এশিয়া কাপের সুপার-৪ ম্যাচে শাহনেওয়াজ দাহানিকে পাওয়া যাবে না। শুক্রবার শারজায় হংকংয়ের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় এই চোট পান। যে কোনো সন্দেহভাজন পার্শ্ব স্ট্রেইন ইনজুরির ক্ষেত্রে, মেডিকেল টিম তাকে পরবর্তী ৪৮-৭২ ঘন্টা পর্যবেক্ষণ করবে, যার পরে একটি স্ক্যান করা হবে এবং টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
মরুদেশে ফের পাক-ভারত যুদ্ধ, আগামীকাল ৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের দেখায় পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে ভারত। ৬ দিনের ব্যবধানেই হারের বদলা নেবার সুবর্ণ সুযোগ পাকিস্তানের সামনে।