আইপিএলে উইলিয়ামসন-পুরানদের হেড কোচ হলেন ব্রায়ান লারা

ব্রায়ান লারা
Vinkmag ad

সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান কোচ হিসেবে ব্রায়ান লারার নাম ঘোষণা করা হয়েছে। গত বছর ফ্র্যাঞ্চাইজির কৌশলগত উপদেষ্টা এবং ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা লারা এবার বসলেন টম মুডির চেয়ারে।

এক বিবৃতিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র‍্যাঞ্জাইজি নিশ্চিত করে,

‘ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা আসন্ন আইপিএল মৌসুমের জন্য আমাদের প্রধান কোচ।’

গত আসরের হতাশাজনক পারফরম্যান্সের পর সানরাইজার্স হায়দ্রাবাদের কোচিং প্যানেলে আসল পরিবর্তন। টম মুডির সঙ্গে সানরাইজার্সের দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটল। প্রধান কোচের দায়িত্ব নিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।

সানরাইজার্স ২০২১ সালের আইপিএলে তাদের ১৪টি খেলার মধ্যে ১১টিতেই হেরেছিল। তাই পুরানো অভিজ্ঞতা ভুলে নতুন কোচের অধীনে ফ্র‍্যাঞ্জাইজিটি সামনে এগোতে চায়।

মুডির দায়িত্বে থাকাকালীন, সানরাইজার্স ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে পাঁচবার প্লে অফে জায়গা করে নেয়, যার মধ্যে ২০১৬ সালের শিরোপা জয়, টুর্নামেন্টের ইতিহাসে সানরাইজার্সের একমাত্র শিরোপা এটিই।

৯৭ ডেস্ক

Read Previous

ব্যর্থ মিশন শেষে দেশে ফেরা সাকিবের পরবর্তী গন্তব্য সিপিএল

Read Next

চোটের কারণে ভারতের বিপক্ষে নেই শাহনেওয়াজ দাহানি

Total
0
Share