ব্যর্থ মিশন শেষে দেশে ফেরা সাকিবের পরবর্তী গন্তব্য সিপিএল

সাকিব আল হাসান সিপিএল
Vinkmag ad

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলার অনাপত্তিপত্র আগেই পেয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপ শেষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল তার। তবে দল প্রথম পর্ব উতরাতে না পারায় দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার, দুই-একদিন বিশ্রাম নিয়ে উড়াল দিবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

সিপিএলে এবার ড্রাফট নয় সরাসরি চুক্তিতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে চুক্তিবদ্ধ হন সাকিব। ৩১ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টটির পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এবারের আসরে এখনো পর্যন্ত ম্যাচ হয়েছে তিনটি। আজ (৩ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিববিহীন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, প্রতিপক্ষ জ্যামাইকা তালাওয়াশ।

এশিয়া কাপে আফগানিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। ব্যর্থ মিশন শেষে আজ (৩ সেপ্টেম্বর) সকালে দেশে পৌঁছায় টাইগাররা। বিদেশী কোচিং স্টাফের সবাই ফিরে যান নিজ নিজ দেশে।

তবে দলের সাথে ঢাকায় ফেরেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তার অধীনে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্যাম্প। দিন কয়েকের এই অনুশীলন পর্ব শেষে চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। ওখানে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় যাবে বিশ্বকাপ খেলতে।

সিপিএল খেলবেন বলে শ্রীরামের ক্যাম্পে থাকা হবে না সাকিবের। নিউজিল্যান্ডেও দলের সাথে যোগ দিবেন শেষ মুহুর্তে।

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে সাকিবের জন্য প্রস্তুতির দারুণ মঞ্চ হতে পারে সিপিএল। এই টাইগার অলরাউন্ডার আইপিএলের সর্বশেষ নিলামে অবশ্য দুই দফা ডাক পেয়েও ছিলেন অবিক্রিত। সিপিএলে এর আগে সাকিব খেলেছেন জ্যামাইকা তালাওয়াস ও বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

বিপিএলে ফিরতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, অপেক্ষা সবুজ সংকেতের

Read Next

আইপিএলে উইলিয়ামসন-পুরানদের হেড কোচ হলেন ব্রায়ান লারা

Total
1
Share