অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রশংসার জোয়ারে ভাসছে জিম্বাবুয়ে

FB IMG 1662185429287
Vinkmag ad

অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে লিখল ইতিহাস। এই প্রথম ক্যাঙারুর দেশে জয় চাকাভা-রাজাদের। টাউন্সভিলে ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারাল সফরকারী দল। এমন জয়ের পর টুইটার জুড়ে প্রশংসায় ভাসছে জিম্বাবুয়ে।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জিতলেও, শেষ ম্যাচে হারের ক্ষত দ্রুতই ভুলে যেতে চাইবে ফিঞ্চ-ওয়ার্নাররা।

বল হাতে এদিন চমক দেখালো জিম্বাবুয়ের রায়ান বার্ল। মাত্র ১৮টি বল করেই তিনি তুলে নেন পাঁচ উইকেট। যার তার ক্যারিয়ার সেরা বোলিং। বার্লের এমন অতিমানবীয় পারফর্মেন্সের সুবাদেই জিম্বাবুয়ের জয়ের পথটা সহজ হয়ে যায়।

এমন রোমাঞ্চকর জয়ের পর খুশি ক্রিকেট সংশ্লিষ্ট তারকারা। ম্যাচের পর সেই দৃশ্যই ধরা পড়ে টুইটারে।

দেখে নিন টুইটার প্রতিক্রিয়া:

 

৯৭ ডেস্ক

Read Previous

অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়

Read Next

বিপিএলে ফিরতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, অপেক্ষা সবুজ সংকেতের

Total
0
Share