দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের নিলামে খালেদ আহমেদ

খালেদে মুগ্ধ ডোমিঙ্গো, চান বাংলাদেশের হয়ে অনেক টেস্ট খেলুক
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকার নব্য টি-টোয়েন্টি লিগ ‘এসএটোয়েন্টি’-এর নিলামের জন্য বাংলাদেশ থেকে নাম দিয়েছেন পেসার খালেদ আহমেদ। ভিত্তিমূল্য ১০ হাজার মার্কিন ডলারে তাকে নিলামে তোলা হবে।

শুক্রবার ৫৩৩ জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর মধ্যে ২৪৮ জনই তাদের দেশের।

জ্যাডেন সিলস ও ওডিন স্মিথকে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ডলারে নিলামে নাম রাখা হয়েছে। নিমালে নাম রয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক এউইন মর্গান ও নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রস টেইলরের। নিলামে আগ্রহীদের মধ্যে নেই কোন পাকিস্তানি ক্রিকেটারের নাম।

ঘরোয়া লিগে ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ৪৫টি উইকেট নিয়েছেন খালেদ, ইকোনমি ৭.৭৩।

কেপটাউনে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ছয় দলের ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

প্রত্যেক ফ্র‍্যাঞ্চাইজি ১৭ জনের স্কোয়াড গড়তে পারবে, যার মধ্যে ৭ জন বিদেশি ও ১০ জন দক্ষিণ আফ্রিকান। একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবে।

মার্কি’ তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে থেকে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দুই থেকে পাঁচ জন করে ক্রিকেটার সরাসরি দলে টেনে নিয়েছে।

৯৭ ডেস্ক

Read Previous

সুপার ফোরে কার ম্যাচ কবে?

Read Next

অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়

Total
1
Share