

আফগানিস্তান, ভারত এবং শ্রীলঙ্কার পর সুপার ফোর রাউন্ড নিশ্চিত করল পাকিস্তান। আজ থেকেই মাঠে গড়াবে সুপার ফোরের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা।
শারজাহতে পাকিস্তান-হংকং ম্যাচ দিয়ে শেষ হল এশিয়া কাপ ২০২২ এর গ্রুপ পর্বের লড়াই। পরদিন থেকেই শুরু সুপার ফোর। অর্থাৎ, ৩ সেপ্টেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
মরুদেশে ফের পাক-ভারত যুদ্ধ, আগামী ৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের দেখায় পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে ভারত। মাত্র ৬ দিনের ব্যবধানেই বদলা নেবার সুবর্ণ সুযোগ পাকিস্তানের সামনে।
৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ দিয়ে শেষ হবে সুপার ফোর পর্ব। শীর্ষ দুই দল যাবে ফাইনালের মঞ্চে।
Pakistan joins Afghanistan, India, and Sri Lanka to round up the Super 4️⃣!
We can't wait to see what lies next in the #Epic DP World #AsiaCup in the coming days ????????#PAKvHK #ACC #AsiaCup2022 #GetReadyForEpic pic.twitter.com/UysMxntJXR— AsianCricketCouncil (@ACCMedia1) September 2, 2022
সুপার ফোর রাউন্ডের সূচি-
৩ সেপ্টেম্বর- আফগানিস্তান-শ্রীলঙ্কা, শারজাহ, রাত ৮টা
৪ সেপ্টেম্বর- ভারত-পাকিস্তান, দুবাই, রাত ৮টা
৬ সেপ্টেম্বর- ভারত-শ্রীলঙ্কা, দুবাই, রাত ৮টা
৭ সেপ্টেম্বর- পাকিস্তান-আফগানিস্তান, শারজাহ, রাত ৮টা
৮ সেপ্টেম্বর- ভারত-আফগানিস্তান, দুবাই, রাত ৮টা
৯ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা-পাকিস্তান, দুবাই, রাত ৮টা