

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে কোনো পাত্তাই পায়নি হংকং। ২ উইকেট হারিয়ে ১৯৩ রান করা পাকিস্তান পেয়েছে ১৫৫ রানের বিশাল জয়। আর তাতেই নিশ্চিত হল সুপার ফোর। শাদাব খানের ৪ আর নওয়াজের ৩ উইকেট; ৩৮ রানেই শেষ হংকংয়ের ইনিংস।
শারজাহতে রেকর্ড গড়ে পাকিস্তান ওঠল এশিয়া কাপের সুপার ফোরে। পাকিস্তান টি-টোয়েন্টিতে তাদের সর্বকালের সবচেয়ে বড় জয় (রান হিসেবে) পেয়েছে। তাদের আগের সবচেয়ে বড় জয় ছিল ২০১৮ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যখন তারা ১৪৩ রানে জিতেছিল।
ভারতের বিপক্ষে ৫ উইকেটে ১৫২ রান করা হংকংকে আজ পাকিস্তান অলআউট করেছে ৩৮ রানে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুতেই অধিনায়ক বাবর আজম (৯) ফিরে যান প্যাভিলিয়নে। এরপর ফখর জামানকে নিয়ে মোহাম্মদ রিজওয়ান গড়েন শতরান ছাড়ানো জুটি। দু’জনেই পূর্ণ করেন ফিফটি।
তবে দলীয় ১২৯ রানে ফখর জামান (৫৩) সাজঘরে ফিরলে ভাঙে জুটি। কিন্তু হংকং থামাতে পারেনি রিজওয়ানকে। শেষদিকে তান্ডব চালান খুশদিল শাহ। মাত্র ১৫ বল খেলার সুযোগ পান খুশদিল, এতেই ৫টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন ৩৫ রানে। ৫৭ বলে ৬ চার ও ১ ছয়ে সাজানো রিজওয়ানের ৭৮ রানের ইনিংস।
প্রথম ১০ ওভারে ৬৪ রান করা পাকিস্তান শেষ ১০ ওভারে তুলে ১২৯ রান। আর তাতেই স্কোরবোর্ডে ওঠে ১৯৩ রানের বিশাল সংগ্রহ।
বড় লক্ষ্যের সামনে রীতিমতো চাপা পড়ে যায় হংকংয়ের ব্যাটাররা। কোনো ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৮ রান করেন অধিনায়ক নিজাকাত খান।
বল হাতে পাকিস্তানের শাদাব ২.৪ ওভারে ৮ রান খরচায় তুলেন নেন ৪টি উইকেট। এছাড়া মোহাম্মদ নওয়াজের দখলে ৩ উইকেট। নাসিম শাহ ২ ও শাহনেওয়াজ দাহানি পান ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯৩/২ (২০ ওভার) বাবর ৯, রিজওয়ান ৭৮*, ফখর ৫৩, খুশদিল ৩৫*; এহসান ২/২৮
হংকং: ৩৮/১০ (১০.৪ ওভার) নিজাকাত ৮, কিঞ্চিত ৬, স্কট ৪, জিশান ৩; শাদাব ৪/৮, নওয়াজ ৩/৫, নাসিম ২/৭, দাহানি ১/৭
ফলাফল: পাকিস্তান ১৫৫ রানে জয়ী
ম্যাচ সেরা: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।