ওয়াটসন-টেন্ডুলকারদের সাথে অধিনায়কত্ব পেলেন বাংলাদেশের শাহাদাত রাজিব

শাহাদাত
Vinkmag ad

রোড সেফটি ওয়ার্ল্ড লেজেন্ড কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব। এবার নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে নিউজিল্যান্ড, দলটির অধিনায়ক রস টেইলর।

এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে যথাক্রমে শচীন টেন্ডুলকার, শেন ওয়াটসন ও ব্রায়ান লারা। ইংল্যান্ড লেজেন্ডের অধিনায়কত্ব করবেন ইয়ান বেল, শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন তিলেকরত্ন দিলশান।

আগামী ১০ সেপ্টেম্বর ভারতের কানপুরে মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। ২২ দিনের টুর্নামেন্টে বাকি তিন ভেন্যু রায়পুর, ইন্দোর ও দেরাদুন।

বাংলাদেশের স্কোয়াডে আছেন সদ্য প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলা অলক কাপালি। দলটির সহ অধিনায়কও তিনি। এ ছাড়া আছে আফতাব আহমেদ, নাজিম উদ্দিন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ শরীফ, আব্দুর রাজ্জাকরা।

১৬ সদস্যের স্কোয়াডে চ্যাম্পিয়ন প্লেয়ার ক্যাটাগরিতে গতবারের মতো এবারও আছেন হকি কোচ মামুন উর রাশেদ। দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশ লেজেন্ডস স্কোয়াড:

নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেট রক্ষক), শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), আবুল হাসান রাজু, ইলিয়াদ মোহাম্মদ,আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেট রক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ।

৯৭ প্রতিবেদক

Read Previous

কনফিউজিং বাংলাদেশের ‘কুছ তো গড়বড় হ্যায়’

Read Next

সিডন্স-হেরাথরা ছুটিতে, ঢাকায় চলবে শ্রীরামের ক্যাম্প

Total
11
Share