

হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুই দলকেই হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। বি গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিতে আজকের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ কার্যত নকআউট। জিতলে সুপার ফোর, হারলে কাটতে হবে দেশে ফেরার টিকিট।
এমন সমীকরণের ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা।
বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে খেলা এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়েছেন। তাদের স্থানে একাদশে ঢুকেছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি অভিষেকও হয়ে গেল এবাদতের।
৪৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাব্বির রহমান এই ফরম্যাটে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর। চট্টগ্রামে আফগানদের বিপক্ষে সেই ম্যাচে ২ বলে ১ রান করেন সাব্বির। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ অবশ্য জেতে ৪ উইকেটে।
১৩ টি-টোয়েন্টি খেলা মেহেদী হাসান মিরাজ সর্বশেষ খেলেছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শ্রীলঙ্কা আজ নেমেছে ১ পরিবর্তন নিয়ে। মাথিশা পাথিরানার বদলে এসেছেন আসিথা ফার্নান্দো, আজ এবাদতের মত তারও হয়েছে টি-টোয়েন্টি অভিষেক।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ-
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকশে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।