‘প্রেম মানে না কোনো বাধা’

GridArt 20220901 021341601
Vinkmag ad

‘‘প্রেম জেগেছে আমার মনে’’- মাঠেই হাঁটু গেড়ে প্রপোজ করলেন ক্রিকেটার। গতরাতে ভারতের সঙ্গে ম্যাচের পর দুবাই স্টেডিয়ামে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন হংকংয়ের কিঞ্চিত শাহ। ক্রিকেট মাঠে কোন খেলোয়াড়ের প্রস্তাব দেওয়ার এই মুহূর্ত অবিস্মরণীয়।

দুবাইয়ের মাঠে প্রেমের দৃশ্য, মন ভোলানো প্রেমের দৃশ্য এশিয়া কাপের মঞ্চে। প্রেম মানে না কোনো বাধা। ভারতের সঙ্গে দল হারলেও ম্যাচের পরপরই গ্যালারির মাঝে পৌঁছে যান হংকংয়ের অলরাউন্ডার কিঞ্চিত শাহ।

তারপর সে তার বান্ধবীর সামনে হাঁটু গেড়ে বসে, হাতে রিং নিয়ে তাকে প্রস্তাব দেন। অভিভূত গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে মাথা নেড়ে হ্যাঁ বলে সম্মতি জানান। তারপরেই একে অপরকে জড়িয়ে ধরেন৷ তাঁদের নিজেদের জন্য এই মুহূ্র্তকে বিশেষ করে রাখেন। গ্যালারিতে থাকা ফ্যানরাও খুশিতে ফেটে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে। গোটা বিশ্ব দেখে সেই রোমান্টিক মুহূর্ত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আনন্দঘন এই মুহূর্তের ভিডিও পোস্ট করে লিখেছে,

‘সুখী দম্পতিকে অনেক অভিনন্দন। আমরা একসাথে আপনাদের নতুন জীবনে আনন্দ এবং সুখ কামনা করি।’

এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ভারতের করা ১৯২ রান টপকাতে নেমে হংকং প্রশংসনীয়ভাবে লড়াই করেছিল। এই ম্যাচেই ব্যাট হাতে ৩০ রান করেন কিঞ্চিত শাহ। ২৬ বছর বয়সী অলরাউন্ডার কিঞ্চিত শাহ, যিনি হংকংয়ের হয়ে ১০টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

৯৭ ডেস্ক

Read Previous

পাকিস্তান সফরে মইনের নেতৃত্বে ইংল্যান্ড, দলে আসবে একাধিক পরিবর্তন

Read Next

ওয়ান অফ দ্য গ্রেটেষ্ট রাইভালরি ইন এশিয়া

Total
8
Share