

সাতটি টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সফরে মইন আলিকে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে মনোনীত করা হবে। জস বাটলার এখনও চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায়। জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসকে দেওয়া হতে পারে বিশ্রাম।
ইংলিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এর প্রতিবেদন বলছে, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে জস বাটলারের অনুপস্থিতিতে দায়িত্ব নেবেন সহ-অধিনায়ক মইন আলি। বেন স্টোকস ও জনি বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ইনজুরিতে থাকা লিয়াম লিভিংস্টোনও এই সফরে অনিশ্চিত।
অন্যদিকে, খারাপ ফর্মের কারণে বাদ পড়তে পারেন জেসন রয়। জুনে অ্যামস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি ছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
আগামীকাল সকালে পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করা হবে, এবং ১৬ সেপ্টেম্বর বিশ্বকাপ স্কোয়াডের নাম ঘোষণা করা হবে। ১৭ বছরের প্রথম পাকিস্তান সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন মইন আলি।
বাটলার গত সপ্তাহে পাওয়া ইনজুরির কারণে দ্য হান্ড্রেড লিগের বাকি অংশ থেকে বাদ পড়েন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার লক্ষ্যে পাকিস্তানে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী সপ্তাহে কিয়া ওভালে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের নির্ধারকের দিকে ইংল্যান্ড এখন মনোযোগ দেবে, যা পাকিস্তানের সাত ম্যাচের সফরের মাত্র দুই দিন আগে শেষ হবে।