

সাম্প্রতিক অতীত ঘাটলে দেখা যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার লড়াই বাড়তি মাত্রা পাচ্ছে। ক্রমেই এটা হয়ে উঠছে ‘রাইভালরি’। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ ২০২২ এ কথার লড়াইয়ে জড়াচ্ছেন দুই দেশের বর্তমান/সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টরা। কেউ ইট মারছেন, তো কেউ পাটকেল ছুড়ছেন। ঠান্ডা মাথায় জবাব দিচ্ছেন কেউ কেউ।
কথার লড়াইটা শুরু করেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হারার পর শানাকা বলেছিলেন আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের বোলিং অ্যাটাক খারাপ। মুস্তাফিজুর রহমানকে খুব ভালো ও সাকিব আল হাসানকে বিশ্বমানের উল্লেখ করলেও আর কোন বিশ্বমানের বোলার নেই বলেছিলেন তিনি।
শানাকার ভাষ্যমতে, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক খুবই ভালো, তারা বিশ্বমানের। যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমরা জানি ফিজ (মুস্তাফিজুর রহমান) খুবই ভালো বোলার। এবং সাকিব বিশ্বমানের। এই দুইজন ছাড়া তাদের বোলিং লাইন আপে বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অনেক বেশি সহজ ম্যাচ হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ৩১ আগস্ট গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। প্রায় ২৫ মিনিটের সংবাদ সম্মেলনের শেষটা হয় দাসুন শানাকার ইটের বদলে পাটকেল দিয়ে।
সুজন বলেন, ‘এটা আসলে দাসুন (শানাকা) এর ওপর। কেনো সে এমন কথা বলেছে আমি জানি না। হয়তো আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড একটু ভালো সেজন্য বলেছে। সে আরও বলেছে আমাদের মাত্র দুইজন বোলার আছে বা এমন কিছু, তাইনা? আমিতো শ্রীলঙ্কা দলেও কোন বোলার দেখি না। আমাদের তো তাও অন্তত দুইজন আছে সাকিব ও মুস্তাফিজ। আমি মনে করি না যে তাদের সাকিব ও মুস্তাফিজের মত বিশ্বমানের বোলার আছে। কথা না, মাঠের খেলায় কি হয় সেটা গুরুত্বপূর্ণ। দেখা যাক কাল কি হয়।’
সেখানেই শেষ হয়নি। সুজনের এই কথার ভিডিও রিটুইট করে টুইটারে লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে লিখেছেন, ‘মনে হচ্ছে এটা শ্রীলঙ্কান বোলারদের তাদের ক্লাস দেখানোর সময়। এবং ব্যাটারদের মাঠে দেখানোর সময় যে তারা কে!’
Looks like it’s time for @OfficialSLC bowlers to show the class and batters to show who they are on the field..????????#AsiaCup2022 https://t.co/txWm7wH4nC
— Mahela Jayawardena (@MahelaJay) August 31, 2022
আজ (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। তাই সুপার ফোরে যেতে হলে আজকের ম্যাচ জয়ের কোন বিকল্প নেই দুই দলেরই।