

এশিয়া কাপ ২০২২ এ ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেল দুই দলই।
২৮ আগস্ট এই ম্যাচে সময়মত ওভার শেষ করতে না পারায় জরিমানার সম্মুখিন হয় দুই দল।
নির্ধারিত সময়ের মধ্যে ভারত ও পাকিস্তান দুই দলই ২ ওভার করে কম করে। যেকারণে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো দুই দলকেই ম্যাচ ফি’র ৪০ শতাংশ করে জরিমানা করে।
আইসিসির কোড অব কন্ডাক্তের অনুচ্ছেদ নম্বর ২.২২ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রুচিরা পিলিয়াগুরুগে, তৃতীয় আম্পায়ার রবীন্দ্র বিমলসিরি ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল দুই দলের বিপক্ষে অভিযোগ আনেন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম দুজনেই অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির দরকার পড়েনি।