

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম। ৩৬ বছর বয়সী ডানহাতি এই পেস অলরাউন্ডার ব্যাট হাতে ৩৮.৭০ এবং বলে ৩২.৯৫ গড় নিয়ে তিনি তার টেস্ট ক্যারিয়ার শেষ করেন।
সেই ২০১২ সালে অভিষেকের পর থেকে গ্র্যান্ডহোম ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২৯টি টেস্ট, ৪৫ ওয়ানডে এবং ৪১টি টি-টোয়েন্টি খেলেছেন। নিউজিল্যান্ডের জার্সিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২২ সালের জুনে। এরপর থেকে চোট-আঘাত যেন তার পিছু ছাড়ছে না। টানা ইনজুরিতে থাকা গ্র্যান্ডহোম নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনার পরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
নিউজিল্যান্ডের জার্সি তুলে রাখলেও বাইশ গজ এখনি ছাড়ছেন না গ্র্যান্ডহোম। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেছেন।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে গ্র্যান্ডহোম তার দশ ওভারের কোটায় মাত্র ২৫ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। যা ম্যাচের সেরা ইকোনোমিকাল স্পেল। নিউজিল্যান্ডের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের ক্ষেত্রেও তিনি দারুণ ভূমিকা রাখেন।
অবসর ঘোষণার বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেছেন,
‘আমি স্বীকার করছি যে আমার বয়স বাড়ছে এবং প্রশিক্ষণ করা কঠিন হয়ে উঠছে, বিশেষ করে ইনজুরির কারণে। আমারও একটি পরিবার রয়েছে এবং ক্রিকেট-পরবর্তী আমার ভবিষ্যত কেমন হবে তা বোঝার চেষ্টা করছি। এই সব গত কয়েক সপ্তাহ ধরে আমার মনে হয়েছে।
‘আমি যথেষ্ট ভাগ্যবান যে ২০১২ সালে আত্মপ্রকাশ করার পর থেকে ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলার সুযোগ পেয়েছি এবং আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত- কিন্তু আমি মনে করি এটাই শেষ করার সঠিক সময়।’