

আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের হারে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের। ফলে সুপার ফোরের রাস্তাটা কঠিনই হয়ে পড়েছে, আগামীকাল (১ সেপ্টেম্বর) জিততেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে অবশ্য চনমনে মানসিকতায় আছে দলের ক্রিকেটাররা। ভিন্ন মাঠে খেলা বলে পরিকল্পনাও হচ্ছে ভিন্নভাবে, ভালো কিছুর ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
একদিনের বিরতিতে দুই ম্যাচ। ফলে গতকাল আফগানদের বিপক্ষে একাদশে থাকা ক্রিকেটাররা আজ (৩১ আগস্ট) ছিলেন না অনুশীলনে। প্রথম ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলা টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে।
ম্যাচের আগেরদিন আজ বাংলাদেশী সাংবাদিকদের সাথে দুবাইতে কথা বলেন দলের সাথে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
সেখানেই তিনি জানান ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে, ‘আজকে সকালে আমাদের দলের মিটিং ছিল। টিম মিটিংয়ে কোচরা খেলোয়াড়দের সঙ্গে বসেছিল। আগামীকালের খেলার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়েছে। ওখানে কার কি করণীয় তা নিয়ে কথা হয়েছে। দুবাইয়ের স্পোর্টস সিটিতে যে উইকেট তা শারজাহ উইকেট থেকে পুরোই ভিন্ন। তাই সেখানে কার কি ভুমিকা হবে তা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে।’
‘তারা ভালো ভাবে বুঝেছে, তাদের কখন কি করা দরকার। এগুলি কীভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কিত উপদেশ দেওয়া হয়েছে। আশাকরি মানসিকভাবে সবাই শক্ত আছে। কালকের ম্যাচ নিয়ে কোন আলাপ আলোচনা হয়নি, কেবল ঘাটতিগুলো নিয়ে কথা হয়েছে। সবাই খুব পজিটিভ মুডে আছে। আশাকরি কালকের ম্যাচ ভালো হবে।’
হারা ম্যচ নিয়ে আক্ষেপ করে বসে না থেকে ক্রিকেটাররা সামনের দিকে তাকাচ্ছে বলেও জানান জালাল।
তার ভাষ্য, ‘খেলোয়াড়রা মানসিকভাবে বিপর্যস্ত নয়। তারা মানসিকভাবে শক্ত আছে কারণ তারা জানে সামনে তাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। মানসিকভাবে সেই প্রস্তুতিটাই নিচ্ছে তারা। আর গতকালকে যে ম্যাচ চলে গেছে সেটা তো চলে গেছে। তো সেদিক দিয়ে তারা সবাই মানসিকভাবে অনেক শক্ত।’