শানাকার ইটের বদলে সুজনের পাটকেল

শানাকার ইটের বদলে সুজনের পাটকেল
Vinkmag ad

এশিয়া কাপের এবারের আসরে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকালের ম্যাচ তাই টাইগারদের জন্য বাচামরার। মাঠের লড়াইয়ের আগে কথার লড়াই অবশ্য শুরু হয়েছে।

শুরুটা করেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হারার পর শানাকা বলেছিলেন আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের বোলিং অ্যাটাক খারাপ। মুস্তাফিজুর রহমানকে খুব ভালো ও সাকিব আল হাসানকে বিশ্বমানের উল্লেখ করলেও আর কোন বিশ্বমানের বোলার নেই বলেছিলেন তিনি।

শানাকার ভাষ্যমতে, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক খুবই ভালো, তারা বিশ্বমানের। যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমরা জানি ফিজ (মুস্তাফিজুর রহমান) খুবই ভালো বোলার। এবং সাকিব বিশ্বমানের। এই দুইজন ছাড়া তাদের বোলিং লাইন আপে বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অনেক বেশি সহজ ম্যাচ হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে আজ (৩১ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। প্রায় ২৫ মিনিটের সংবাদ সম্মেলনের শেষটা হয় দাসুন শানাকার ইটের বদলে পাটকেল দিয়ে।

সুজন বলেন, ‘এটা আসলে দাসুন (শানাকা) এর ওপর। কেনো সে এমন কথা বলেছে আমি জানি না। হয়তো আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড একটু ভালো সেজন্য বলেছে। সে আরও বলেছে আমাদের মাত্র দুইজন বোলার আছে বা এমন কিছু, তাইনা? আমিতো শ্রীলঙ্কা দলেও কোন বোলার দেখি না। আমাদের তো তাও অন্তত দুইজন আছে সাকিব ও মুস্তাফিজ। আমি মনে করি না যে তাদের সাকিব ও মুস্তাফিজের মত বিশ্বমানের বোলার আছে। কথা না, মাঠের খেলায় কি হয় সেটা গুরুত্বপূর্ণ। দেখা যাক কাল কি হয়।’

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড-

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নুয়ানিন্দু ফার্নান্দো, ধানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, দীনেশ চান্দিমাল, আসেন বান্দারা, মাহিশ থিকশানা, জেফ্রে ভ্যান্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও নুয়ান থুশারা।

এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

দুবাই থেকে, ক্রিকেট৯৭ প্রতিনিধি

Read Previous

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছাড়াই আগামী বিপিএল!

Read Next

মুস্তাফিজ ইস্যুতে সুজনের কণ্ঠে তেতো সত্য

Total
1
Share