রাশিদ ভীতিতেই আগে ব্যাট করেছে বাংলাদেশ!

রাশিদ ভীতিতেই আগে ব্যাট করেনি বাংলাদেশ!
Vinkmag ad

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ২০২২ শুরুর মিশনটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশ দলের। প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিব আল হাসানের অধিনায়কত্বও, বিশেষ করে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে হচ্ছে কাটাছেড়া।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই দলের পক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত ও আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি।

সৈকত জানিয়েছেন ঠিক কি ভাবনায় আগে ব্যাট করেছে বাংলাদেশ। মুলত রাশিদ খানের বিপক্ষে রানের বোঝা মাথায় নিতে না চাওয়ার কারণেই আগে ব্যাট করে দল।

মোসাদ্দেক হোসেন বলেন, ‘আপনি যদি রাশিদ খানের বিপক্ষে ব্যাটিং করেন, আপনি অবশ্যই চাইবেন না চেজ করার সময় ৭-৮ এ (ইকোনমি) রাশিদ খানের বিপক্ষে ব্যাটিং করতে। আমরা যখন আগে ব্যাট করেছি তখন চেয়েছি যতটা সম্ভব রানটা এগিয়ে রাখতে। তবে আমরা সেটা করতে পারিনি, তবে আমার মনে হয় আমরা পুরোপুরি প্ল্যানের মধ্যে ছিলাম।’

আফগানদের অবশ্য ভয়-ভীতি ছিল না। তাই টসে জিতলে নিয়ম মেনেই আগাতেন বলছেন মোহাম্মদ নবি। শারজাহর নয়া উইকেটের চরিত্র বুঝতে আগে বোলিং করাই শ্রেয় হতে বলে মত তার।

‘যখন আমাকে আগে জিজ্ঞাসা করা হয়েছিল আমি বলেছি যে পিচ নতুন, তারা মাটি পরিবর্তন করেছে। এই পিচে কেউই খেলেনি আগে। যেকারণে প্রথমে বোলিং করাটা ভালো পিচের চরিত্র বুঝতে, যে পিচ কিরূপ আচরণ করছে। আমরা শুরুতে উইকেট পেয়েছি, চাপে পড়েছে বিপক্ষ দল।’

নবিকে জিজ্ঞাসা করা হয় ঠিক কোন সময়ে ম্যাচের পাল্লা তাদের দিকে যায়? উত্তরে নবি নেন নাজিবউল্লাহ জাদরান। ১৭ বলে ১ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৪৩ রান করেন পাঁচে নামা জাদরান।

নবি বলেন, ‘কাদের দিকে? আমাদের দিকে নাকি তাদের (বাংলাদেশের) দিকে? যখন নাজিব (নাজিবউল্লাহ জাদরান) মারা শুরু করেছিল তখন থেকেই পাল্লা আমাদের দিকে হেলে যায়।’

৯৭ প্রতিবেদক

Read Previous

একই গল্প, একই অজুহাত সাকিবেরও

Read Next

বাংলাদেশের পরিকল্পনাতেই গলদ, আফগানরা দেখিয়েছে মুনশিয়ানা

Total
1
Share