

ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশে আসার পর থেকেই জেমি সিডন্স বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে দেশেই যান না কেন নিজের অবস্থান সম্পর্কে ধারণা দিয়ে আসছেন। এই যেমন আজ (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে রাতে এশিয়া কাপ মিশনে নামবে দল, সিডন্স সকাল সকালই জিম থেকে জানালেন তার মতামত।
বাংলাদেশের সাবেক প্রধান কোচ বর্তমানে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের শুধুই ব্যাটিং কোচ। দায়িত্বটা যে তিনি খুব উপভোগ করছেন তা বুঝতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কার্যক্রম অনুসরণ করলেই চলবে।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় রাশিদ খান , মোহাম্মদ নবি, হজরতউল্লাহ জাজাই, ফজল হক ফারুকীদের মোকাবেলা করবে টাইগাররা। তার কয়েক ঘন্টা আগেই নিজের ফেসবুক পেইজে পোস্ট দেন সিডন্স।
ক্যাপশনে তিনি লিখেন, ‘আমি এখন জিমে। প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আফগানিস্তানের বিপক্ষে খেলা। আমাদের স্ট্রেন্থ ভালো আছে, প্রস্তুতিও ঠিকঠাক হয়েছে। দলের আবহ ভালো, সবাই ফিট।’
‘মাঠে নামতে প্রস্তুত আমরা। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই জানা যাবে। আমরা মাঠে নামবো, আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন।’
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে রীতিমতো উড়ছে আফগানিস্তান। এমনিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা দলটি সাকিব আল হাসানদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।
‘বি’ গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে দুইটি দল সুপার ফোরের টিকিট পাবে। যেখানে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও হংকংয়ের মাঝে লড়াই হবে। নিজেদের প্রথম ম্যাচে ভারত ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।