

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনার পারদ থাকে সপ্তম আসমানে। এশিয়া কাপ ২০২২ এর ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। রোমাঞ্চকর যে ম্যাচে ভারত জেতে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে। বল হাতে ৩ উইকেট, ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৩ রান। হাই ভোল্টেজ ম্যাচের সেরা হওয়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক।
আলোচনা হয়েছেও, যা চলছে রোববার রাতে খেলা শেষ হবার পর থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বটেই, সর্বত্রই চলছে পান্ডিয়া বন্দনা। তবে ৬ দলের টুর্নামেন্টে একটি ম্যাচ বা একটি খেলোয়াড়কে নিয়ে পড়ে থাকার সুযোগ নেই।
সোমবার বিরতি দিয়ে এশিয়া কাপের পরবর্তী ম্যাচ আজ (মঙ্গলবার)। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। নিয়ম অনুযায়ী আগের দিন ছিল দুই দলের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন।
যেখানে বাংলাদেশের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে আসেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম ও আফগানিস্তানের প্রতিনিধি হয়ে আসেন তারকা স্পিনার রাশিদ খান।
View this post on Instagram
দুই দফাতেই প্রাসঙ্গিকতার ধার না ধেরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। সেটাও আবার হিন্দিতে। শ্রীধরন শ্রীরাম ও রাশিদ খান হিন্দিতে পটু বলে তারা উত্তর দিয়েছেন অনায়াসেই। তবে উপস্থিত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের জন্য যা একেবারেই সুখকর ছিল না।
রাশিদ খানের ৯ মিনিট ৩০ সেকেন্ড স্থায়ী সংবাদ সম্মেলনের ৩ মিনিটই যায় হার্দিক পান্ডিয়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তরে। শেষের দিকে অনেক বাংলাদেশি গণমাধ্যমকর্মী ম্যাচ সংক্রান্ত প্রশ্ন করতে চেয়েও পারেননি। এ নিয়ে সংবাদ সম্মেলন শেষে এশিয়া কাপের মিডিয়া প্রধানের কাছে অভিযোগও জানান অনেকে।
দলের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলন গণমাধ্যমকর্মীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেখানে শ্রীরাম-রাশিদদের সংবাদ সম্মেলন যদি বিরিয়ানি হয়, হার্দিক পান্ডিয়া সেখানে নিশ্চিতভাবেই এলাচ। যা মুখে পড়াতে মোটেও ভালো লাগেনি বাংলাদেশি গনমাধ্যমকর্মীদের।