

অজি অলরাউন্ডার মিচেল মার্শ গোড়ালির ইনজুরির কারণে চলমান জিম্বাবুয়ে সিরিজের বাকি দুই ওয়ানডে এবং আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন। বাকি পাঁচটি ওয়ানডেতে তার স্থলাভিষিক্ত হলেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আগামী মাসে অস্ট্রেলিয়ার ভারত সফরের দলে মার্শ ফিরবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, টাউন্সভিলেতে গত রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর মার্শ গোড়ালিতে ব্যথা অনুভব করেন এবং টিম হোটেল ছেড়ে পার্থে ফিরে যাবেন।
ঘরের মাঠে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে চোখ রেখেই গোড়ালির সমস্যা নিয়ে বাড়ি ফিরছেন অলরাউন্ডার মিচেল মার্শ। চোট ছোট হলেও নিচ্ছেন না কোন ঝুঁকি।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২২ রান খরচায় ১ উইকেট দখলে নেন মার্শ, ব্যাট হাতে ২ রানের বেশি করতে পারেননি। তবুও তার দল পেয়েছে ৫ উইকেটের সহজ জয়। এই ম্যাচেই গোড়ালির চোটে পড়েন মার্শ। সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন স্বাভাবিকভাবেই। বাদ পড়েছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল থেকেও।
মার্শের বিকল্প হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস ডাক পেলেন স্কোয়াডে। তিনি লন্ডন স্পিরিটের হয়ে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলছিলেন। জাতীয় দলের অ্যাসাইনমেন্টের জন্য লন্ডন থেকে উড়ে এসেছেন টাউন্সভিলেতে।
২০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই মার্শ ফিট হবেন বলে আশা করা হচ্ছে।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় টাউন্সভিলেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।