‘দ্য সিক্সটি’র চ্যাম্পিয়ন সেন্ট কিটস প্যাট্রিয়টস ও বার্বাডোস রয়্যালস

'দ্য সিক্সটি'র চ্যাম্পিয়ন সেন্ট কিটস প্যাট্রিয়টস ও বার্বাডোস রয়্যালস
Vinkmag ad

জমজমাট এক লড়াই শেষে পর্দা নামল অভিনব সব নিয়মের টুর্নামেন্ট দ্য সিক্সটি। ক্যারিবীয় অঞ্চলের নতুন এই লিগের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গেইল-লুইসদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। নারীদের ট্রফি জিতেছে বার্বাডোস রয়্যালস। দুই ফাইনালেরই পরাজিত দল ত্রিনবাগো নাইট রাইডার্স।

দ্য সিক্সটি নামে ৬০ বলের নতুন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সংস্করণ সফলভাবে শেষ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ২৫ আগস্ট থেকে শুরু হয়ে গত ৪ দিন পুরুষ, নারী দুই বিভাগের টুর্নামেন্ট চলে সমান্তরালে। পুরুষ বিভাগে সিপিএলের ছয়টি দল এবং নারী বিভাগে মোট তিনটি দল অংশ নেয়।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট পরে ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোরবোর্ডে জমা করে ৮৪ রান। লক্ষ্য তাড়ায় নেমে ২ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয়ে প্রথম শিরোপা জেতে এভিন লুইসের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল ১৩ বলে ২২ ও টিম সেইফার্ট সর্বোচ্চ ৩৭ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ ৮৪তে পৌঁছে দেন। আন্দ্রে ফ্লেচার আর অধিনায়ক এভিন লুইসের উদ্বোধনী জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় সুনিল নারাইনের দল। শেষে ক্রিস গেইল ১৬ বলে ১৫ রান করে দলেত জয় নিশ্চিত করেন।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ওপেনার আন্দ্রে ফ্লেচার ১৩০ রান সংগ্রহ করে পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। ফাইনালে খেলেন হার না মানা ২৭ রানের ইনিংস।

একই মাঠে, একই দিনে নারীদের দ্য সিক্সটির ফাইনালে মুখোমুখি হয় বার্বাডোস রয়্যালস ও ত্রিনবাগো নাইট রাইডারস। বার্বাডোসের মেয়েদের করা ৬৫ রান টপকাতে নেমে ৫০ রানেই গুটিয়ে যায় নাইট রাইডার্স উইমেনস। ১৫ রানের জয়ে শিরোপা ঘরে তুলে বার্বাডোস রয়্যালস নারী দল।

পুরো টুর্নামেন্ট দারুণ খেলে ব্যাট হাতে ৬৩ রান ও বলে ৩ উইকেট শিকার করা বার্বাডোসের অধিনায়ক হেইলি ম্যাথিউস নির্বাচিত হন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। 

৯৭ ডেস্ক

Read Previous

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন অলক কাপালি

Read Next

‘টলারেন্স ওভাল’ আরব-আমিরাতের চতুর্থ আন্তর্জাতিক ভেন্যু

Total
29
Share